Parliament Security Breach: উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি, আর কী কী করা হচ্ছে? সংসদকাণ্ডে এমপিদের চিঠি দিলেন স্পিকার

সংসদে দর্শক আসন থেকে ঝাঁপিয়ে পড়েছিলেন দুজন। তাদের হাতে ছিল স্মোক ক্যান। এরপর একেবারে শোরগোল পড়ে যায়। এবার সংসদের ওই ঘটনা নিয়ে সমস্ত এমপিকে চিঠি দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সেখানে তিনি লিখেছেন, একটা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করা হয়েছে এই ঘটনায়। একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটিও তৈরি করেছি যেটা সংসদের নিরাপত্তা সংক্রান্ত নানা দিক খতিয়ে দেখবে। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না হয় সেটা নিশ্চিত করার চেষ্টা করা হবে। খবর এএনআই সূত্রে। 

তিনি লিখেছেন, সংসদের ভেতর যে ঘটনা হয়েছিল তা দুর্ভাগ্য়জনক। এটা আমাদের কাছে উদ্বেগের। ঘটনার দিনই আমরা সমস্ত দলের নেতাদের সঙ্গে কথা বলেছিলাম। কীভাবে আগামী দিনে আমরা সংসদের নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে আরও শক্তপোক্ত করতে পারি সেটা দেখা হবে। যে সমস্ত পরিকল্পনা সেদিনের মিটিংয়ে নেওয়া হয়েছিল তা অবিলম্বে প্রয়োগ করা হবে।

 

তিনি লিখেছেন ওই দিনের ঘটনার সঙ্গে কেউ কেউ সাংসদদের সাসপেন্ডের ঘটনার যোগসূত্র টানার চেষ্টা করছেন। কিন্তু এটা অপ্রত্য়াশিত। ওই দিন যে ঘটনা হয়েছিল তার সঙ্গে সাংসদদের সাসপেন্ড হওয়ার কোনও ব্যাপার নেই। এবার নতুন সংসদ ভবনের প্রথম থেকেই বলা হয়েছিল প্লাকার্ড নিয়ে কেউ সংসদ ভবনে প্রবেশ করবেন না।

লোকসভার মর্যাদা যাতে সকলেই রক্ষা করেন সেব্যাপারেও আবেদন জানিয়েছেন স্পিকার।

১৩ ডিসেম্বর ২০২৩ সাল। সংসদের দর্শক আসন থেকে ঝাঁপিয়ে পড়েছিলেন দুই যুবক। তাদের হাতে ছিল রঙিন স্মোক ক্য়ান। এরপর এক তরুণী ও এক তরুণ সংসদের বাইরে স্লোগান দিতে শুরু করেন। তাদেরকেও গ্রেফতার করা হয়। পরে ললিত নামে এক যুবক পালিয়ে গিয়েছিলেন। তাকেও গ্রেফতার করা হয়েছে।

এদিকে গোটা ঘটনায় সংসদের নিরাপত্তার বড়সর গাফিলতির দিকটা প্রকাশ্য়ে আসে। সব মিলিয়ে নতুন তৈরি হওয়া সংসদে কীভাবে স্মোক ক্যান নিয়ে তারা প্রবেশ করেছিলেন তা নিয়ে এবার বড় প্রশ্ন উঠছে। তবে তার মধ্য়েই স্পিকার জানিয়ে দিলেন, একটা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করা হয়েছে এই ঘটনায়।