Suvendu Adhikari: জাতীয়তাবাদী মুসলিমরা আমার বন্ধু, আমার আত্মীয়: শুভেন্দু অধিকারী

শুক্রবার হলদিয়ায় বিপ্লবী সতীশ সামন্তের জন্মদিনে লোকসভা ভোটের প্রচার শুরু করে দিলেন শুভেন্দু অধিকারী। আর শুরুতেই স্পষ্ট করলেন মুসলিমদের নিয়ে বিজেপির অবস্থান। বললেন, জাতীয়তাবাদী মুসলিমরা আমার বন্ধু, আমার আত্মীয়।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘যারা রাষ্ট্রবাদে বিশ্বাস করেন এমন সংখ্যালঘু মুসলমানদের সঙ্গে আমাদের কোনও বিরোধ নেই। গতকাল অমিত শাহজি বলেছেন, ভারতে থাকা একজন মুসলমানকেও বিজেপি ভারতের বাইরে পাঠাবে না। তিনি বলেছেন, মিথ্যা কথা বলে, NRCর ভয় দেখিয়ে, সংখ্যালঘু খেপিয়ে কীভাবে মমতা ব্যানার্জি বিপথে চালিত করেন’।

তিনি দাবি করেন, ‘আজকের সভাতেও ২ হাজার সংখ্যালঘু মুসলমান যোগ দিয়েছে। আমার চাচা দাঁড়িয়ে আছে। আমি যেখানে যাই এই চাচা আমার সঙ্গে দেখা করে। বিভিন্ন জায়গা থেকে অনেক অনেক সংখ্যালঘু বন্ধু এসেছেন। যারা রাষ্ট্রবাদে বিশ্বাস করেন, ভারতমাতার জয়ধ্বনী দেন, তারাও আমার বন্ধু, আমার আত্মীয়’।

বিজেপিতে যোগদানের পর থেকে বিভিন্ন সময় মুসলিমদের একাংশকে ‘জেহাদি’ বলে সম্মোধন করতে শোনা গিয়েছে শুভেন্দুবাবুকে। কিন্তু লোকসভা নির্বাচনে মেরুকরণের সেই চাল হিতে বিপরীত হতে পারে বুঝেই কি নমনীয় শুভেন্দু? প্রস্ন তুলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।