‘ও বিবাহিত পরে জেনেছি,’ প্রেমিকের গাড়ির ধাক্কায় আহত তরুণীর বিশেষ আবেদন মোদীর কাছে

প্রেমিকার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর প্রেমিকের বিরুদ্ধে। ওই যুবক এক আমলার পুত্র। ওই তরুণীর বয়স ২৬ বছর। মারাত্মক জখম অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ন্যায় বিচারের জন্য আবেদন করলেন ওই তরুণী। এদিকে ওই তরুণী প্রিয়া সিংয়ের অভিযোগ শনিবার রাতে পুলিশ সই করার জন্য চাপ দিচ্ছিল। কিন্তু তিনি সেটা করতে চাননি।

ররিবার ওই তরুণী জানিয়েছেন, গত রাতে পুলিশ এসেছিল। তারা সই করার জন্য় চাপ দিচ্ছিলেন। কিন্তু আমি এটা করতে চাইনি। কারণ আমার কাছে কোনও আইনজীবী ছিলেন না। আমার পরিবারের কেউ আমার সঙ্গে ছিলেন না। তারা আমাকে জোর করছিল। তারা বার বার বলছিলেন আগের দিন যা হয়েছে এখানে সই করে দিন। কিন্তু আমি সই করিনি। এরপর তারা রেগে চলে গেলেন।

তিনি বলেন. প্রধানমন্ত্রীর উপর ভরসা আছে। মুখ্যমন্ত্রীর উপর আমার ভরসা আছে। আমি ন্য়ায় বিচার চাই।

সোমবার ভোরবেলা এই ঘটনা হয়েছিল। থানের একটি হোটেলের কাছে এই ঘটনা হয়। এরপর পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে। অভিযুক্তের নাম অশ্বজিৎ গায়কোয়ার।

প্রিয়া জানিয়েছেন, ওর সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক ছিল। কিন্তু আমি জানতাম না ও বিবাহিত। এরপর সে আমায় বলে তারা একসঙ্গে থাকে না। আমায় বলেছিল তোমায় বিয়ে করব। আমি তার সঙ্গে অনেকদিন ধরে থাকি। সেদিন তার সঙ্গে যখন দেখা করতে গিয়েছিলাম তার স্ত্রী সঙ্গে ছিল। আমি এটা দেখে অবাক হয়ে যাই। আমি কথা বলতে যেতেই সে উত্তেজিত হয়ে যায়। এরপরই ঝগড়া শুরু হয়।

আমার ডানপায়ের হাড় ভেঙে গিয়েছে। সারা শরীরে ক্ষত। সোস্য়াল মিডিয়ায় পোস্ট করার পরে পুলিশ সমর্থন করল। থানের ঘটনার তদন্তে স্পেসাল ইনভেসটিগেশন টিম তৈরি করা হয়েছে। তবে এবার প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচারের জন্য আবেদন করলেন ওই জখম তরুণী। প্রধানমন্ত্রীর উপর তাঁর আস্থা আছে।