বিধানসভায় নিরাপত্তা নিয়ে কড়াকড়ি, ভিজিটরদের সময় কমে হল ২ ঘণ্টা

বুধবার সংসদে হামলার ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গিয়েছিল গোটা দেশে। সেই ঘটনার পর সংসদ তো বটেই বিধানসভাগুলিতেও নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। এই অবস্থায় রাজ্য বিধানসভায় নিরাপত্তা আরও জোরদার করা হল। সেক্ষেত্রে বিধানসভায় প্রবেশের ক্ষেত্রে বিধায়কদের পরিচয় পত্র অবশ্যই থাকতে হবে। ভিজিটারদের ক্ষেত্রেও আরও কড়াকড়ি করা হয়েছে নিয়ম। সে ক্ষেত্রে এবার থেকে ভিজিটরদের সময় কমিয়ে দু ঘণ্টা করা হয়েছে। কেউ দু’ঘণ্টার পরে বিধানসভা থেকে বেরোলে সেক্ষেত্রে পদক্ষেপ করবে পুলিশ।

আরও পড়ুন: ‘‌নিরাপত্তা আরও কড়া করতে হবে’‌, সংসদের ঘটনার পর বিধানসভা নিয়ে মন্তব্য বিমানের‌

সংসদে হামলার ঘটনার পরেই বিধানসভায় সচিবালের আধিকারিক এবং নিরাপত্তা অধিকারীদের সঙ্গে বৈঠক করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তারপরে বিধানসভার নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী, বিধায়কদের কাছে পরিচয় পত্র থাকার পাশাপাশি ভিজিটরদের ছবি তোলা হবে। তাছাড়া বিধায়কের সঙ্গে কোনও ভিজিটর বা কোনও কর্মী সমর্থক বা আত্মীয় পরিজন থাকলে তারা একই গাড়িতে প্রবেশ করতে পারবেন না। বিধানসভার অন্যান্য স্টাফ অথবা সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রেও পরিচয় পত্র অবশ্যই থাকতে হবে। তাছাড়া ভিজিটরদের জন্য বিধানসভার পশ্চিম গেট নির্দিষ্ট করা হয়েছে। বিধানসভার গেটে ওয়েব ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেঅয়া হয়েছে। যাতে প্রত্যেকের মুখ ধরা পড়ে তার জন্য এই সিদ্ধান্ত। নতুন নিয়মে ভিজিটরদের জন্য সময় কমিয়ে দুঘণ্টা করা হয়েছে। সে ক্ষেত্রে দু’ঘণ্টার পরে কোনও ভিজিটর বিধানসভা থেকে বেরোলে তাকে পুলিশি জেরার মুখোমুখি হতে হবে। শুধু তাই নয় যারা বিধানসভার সদস্য অর্থাৎ বিধায়ক তাদের গাড়িতে স্টিকার থাকলে তবে গাড়ি বিধানসভায় ঢুকতে পারবে, না থাকলে ঢুকতে পারবে না। সে ক্ষেত্রে বিধায়কের গাড়ি বাইরে রাখতে হবে। এর পাশাপাশি রাজ্য বিধানসভা নিরাপত্তা রক্ষীদের সংখ্যা বাড়ানো হচ্ছে। পাশাপাশি একাধিক শিফট তাদের চালু হচ্ছে। 

এদিন বৈঠকের পর অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘লোকসভায় হামলার পর আমরা শঙ্কিত। সেই কারণে বিধানসভায় যাতে এই ধরনের কোনও ঘটনা না ঘটে তার জন্য নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের  কিছু নির্দেশ দেওয়া হয়েছে। যারা বিধানসভায় দর্শক হিসেবে প্রবেশ করবেন তাদের ছবি তুলে রাখা হবে। প্রসঙ্গত, এই মুহূর্তে বিধানসভায় ২৫ জন নিরাপত্তারক্ষী রয়েছেন। তবে আরও ২০ জন বাড়ানোর প্রয়োজন রয়েছে। জরুরীভিত্তিতে আরও ১০ জন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।