সুনামগঞ্জে ৩টি দলের ৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সুনামগঞ্জে ৫ টি আসনে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনটি দলের চারজন প্রার্থী। তবে মনোনয়ন প্রত্যাহারকারীরা আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন ঘোষণাকারীরা নয় তারা ভিন্ন দলের প্রার্থী। 

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রবিবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত  ৪জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর পূর্ব নির্বাচন কমিশনে আপিলের পরে বৈধ প্রার্থী ৩৩জন ছিলেন। 

মনোনয়ন প্রত্যাহার করেছেন তারা হলেন, সুনামগঞ্জ ১ আসনে বিকল্পধারার প্রার্থী রফিকুল ইসলাম চৌধুরী,সুনামগঞ্জ ৩ আসনে জাকের পার্টির প্রার্থী নজরুল ইসলাম,জাতীয় সমাজতান্ত্রিক আবু তাহের মোঃ রুহুল আমিন ও সুনামগঞ্জ ৫ আসনে জাকের পার্টির ইয়াকুব আলী।

তাদেরকে অনেকেই ছিনেন না। তবে তারা নির্বাচন করার জন্য মনোনয়ন দাখিল করেছিলেন। মনোনয়নপত্র দাখিলের সময় মোট প্রার্থী ছিলেন ৪১ জন। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বাদ পড়েন আট জন।

সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা রাশেদ ইকবাল চৌধুরীর জানান, চারজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেছেন। আবেদন যাচাই বাছাই শেষে চার জনের মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে।

 



শাকিল/সাএ