BCCI: Jharkhand Wicketkeeper Batter Ishan Kishan Withdrawn From India’s Test Squad

জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই সরে দাঁড়ালেন ভারতীয় (IND vs SA) দলের উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণ (Ishan Kishan)। তাঁর পরিবর্তে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে নেওয়া হল কে এস ভরতকে।

ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, ব্যক্তিগত কারণে বোর্ডের কাছে ছুটির জন্য আবেদন করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনির পর রাঁচি থেকে উঠে আসা এই উইকেটকিপার-ব্যাটার। তাঁর সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। টেস্ট সিরিজের দল থেকে বাদ দেওয়া হয়েছে ঈশানকে। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে কে এস ভরতকে। এক সময় যাঁকে খেলানোর জন্য ঋদ্ধিমান সাহাকে বাদ দেওয়া হয়েছিল। বঙ্গ উইকেটকিপারকে বলেই দেওয়া হয়েছিল যে, ভবিষ্যতের নকশায় তিনি নেই। ভরতকে টেস্ট দলের জন্য শিবিরে রেখে তৈরি করে নেওয়া হবে। যা নিয়ে বিতর্কে তোলপাড় হয়েছিল ভারতীয় ক্রিকেট।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য নির্বাচিত ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রুতুরাজ গায়কোয়াড়, কে এল রাহুল (উইকেটকিপার), আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, যশপ্রীত বুমরা (সহ অধিনায়ক), প্রসিদ্ধ কৃষ্ণ ও কে এস ভরত (উইকেটকিপার)।