IND Vs SA: KL Rahul Relieved After Finally Winning An ODI In South African Soil

জোহানেসবার্গ: সিনিয়ার ক্রিকেটারদের অনুপস্থিতি, তরুণ বোলিং আক্রমণ, বিদেশি পিচ, সব বাঁধা অতিক্রম করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ের প্রথম ওয়ান ডে ম্যাচে (IND vs SA 1st ODI) দাপটের সঙ্গে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। ২০০ বল বাকি থাকতে আট উইকেটে ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। এই দক্ষিণ আফ্রিকার মাটিতেই আগের ওয়ান ডে সিরিজ়ে হারতে হয়েছিল কেএল রাহুলের (KL Rahul) নেতৃত্বাধীন ভারতীয় দলকে। সেই রামধনুর দেশে অবশেষে ম্যাচ জিততে পেরে খুশি রাহুল।

ম্যাচ শেষে রাহুল বলেন, ‘আগের বার এখানেই তো অধিনায়ক হিসাবে তিনটি ওয়ান ডে ম্যাচ হারতে হয়েছিল। তবে দক্ষিণ আফ্রিকায় আজ অবশেষে জিততে পেরে বেশ ভালই লাগছে। আমি স্পিনারদের ম্যাচে দ্রুত বল করানোর পরিকল্পনা করেছিলাম বটে। তবে ফাস্ট বোলারদের জন্য উইকেটে মদত ছিল। ওরা দুর্দান্ত বোলিং করেছে।’

এই ম্যাচে ভারতীয় দলে প্রচুর তরুণ ক্রিকেটাররা সুযোগ পান। সাই সুদর্শন তো এই ম্যাচের মাধ্যমেই নিজের ওয়ান ডে অভিষেক ঘটান। বিরাট কোহলি, রোহিত শর্মা, মহম্মদ শামি, যশপ্রীত বুমারারা কেউই নেই। তবে দলে এমন অদল বর্তমানে একেবারেই স্বাভাবিক বলে মনে করছেন রাহুল। ‘বিগত কয়েক বছরে তো আন্তর্জাতিক ক্রিকেটে এটা স্বাভাবিক হয়ে গিয়েছে। এক ফর্ম্যাট বেশি গুরুত্ব দিয়ে মাঝে মাঝে কয়েকজন খেলোয়াড়কে তো বিশ্রাম দিতেই হয়। বর্তমানে টি-টোয়েন্টি এবং টেস্টে প্রাধান্য দেওয়া হচ্ছে। তবে আমরা চাই যারা ভাল পারফর্ম করছেন, তারা দলে যেন সুযোগ পায়। আইপিএল এবং প্রথম শ্রেণির ক্রিকেটে তো ওরা ভাল করছেই। আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদও পাচ্ছে, যেটা বেশ ভাল।’ বলেন ভারতীয় অধিনায়ক। 

১১৭ রান তাড়া করতে নেমে শুরুতেই ফিরেছিলেন রুতুরাজ গায়কোয়াড়। কিন্তু তারপরই ইনিংসের হাল ধরেন অভিষেক ম্যাচে নামা সাই সুদর্শন ও শ্রেয়স আইয়ার। দু’জনেই হাফসেঞ্চুরি করেন। ৪৫ বলে ৫২ রান করে শ্রেয়স যখন ফিরলেন, ম্যাচ জেতা কার্যত সময়ের অপেক্ষা। ৪৩ বলে ৫৫ রানে অপরাজিত রইলেন সুদর্শন। ম্যাচের সেরা হয়েছেন অর্শদীপ। ম্যাচের প্রথম ইনিংসে দুই ভারতীয় তারকা ফাস্ট বোলার আবেশ খান ও অর্শদীপ সিংহ নিজের দুরন্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকান ইনিংস মাত্র ১১৬ রানেই শেষ হয়ে যায়। আবেশ চারটি ও অর্শদীপ পাঁচটি উইকেট নেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: নিজের ওয়ান ডে অভিষেকেই অনবদ্য অর্ধশতরানে নজর কাড়লেন সাই সুদর্শন