Modi Ki Guarantee: যেখানে আশার শেষ সেখানেই শুরু মোদীর গ্য়ারান্টি, আশার কথা শোনালেন প্রধানমন্ত্রী

যেখানে আশার শেষ সেখানে মোদীর গ্যারান্টি শুরু। জানালেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিয়ো কনফারেন্সের মাধ্য়মে তিনি বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা করেন।

সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কোভিড অতিমারির সময় সরকার সবরকমভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছে। অতিমারির সময় আমাদের বোনেদের অ্য়াকাউন্টে সরকার ২০,০০০ কোটি টাকা পাঠিয়েছে।

আমাদের সরকারের সকলের জন্য় বিনা পয়সায় ভ্য়াকসিনের ব্য়বস্থা করেছে। আমাদের সরকার কোভিডের সময় সকলের দরজায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়ে এসেছে। আমি বলছি যেখানে আশার শেষ হয় সেখানেই মোদীর গ্যারান্টি শুরু হয়।

কোভিড অতিমারির দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। স্বনিধি স্কিমের মাধ্যমে কেন্দ্রীয় সরকার গরীব মানুষদের ব্যাঙ্কিং ব্যবস্থার আওতায় আনার চেষ্টা করেছে।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, পিএম স্বনিধি স্কিমের মাধ্যমে আমাদের ভাইরা সহজেই ব্যাঙ্ক থেকে লোন পাচ্ছেন। এখনও পর্যন্ত ৫০ লাখ মানুষ এর সুবিধা পেয়েছেন। তার মাধ্যমে ৪৫ শতাংশই হলেন মহিলা যারা মোদী কি গ্য়ারান্টির সুবিধা পেয়েছেন।

অটল পেনশন স্কিম নিয়েও কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, গ্রাম ও শহরের গরীব মানুষদের সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। ৬ কোটি মানুষ এই স্কিমের সঙ্গে যুক্ত। ৬০ বছরের পরে মানুষ ৫০০০ টাকা করে পেনশন পাবেন। এটা তাঁদের কাছে একটা বড় আশার ব্যাপার।

পিএম জীবন জ্য়োতি স্কিমের মাধ্য়মে গরিব মানুষ বছরে মাত্র ৪৩৬ টাকা দিয়ে ২০ লাখ টাকা পর্যন্ত বিমার সুবিধা পাবেন। তিনি বলেন, সকলকে বলছি এই স্কিমের সুবিধা নিন। মোদী কি গ্যারান্টি ওয়ালি গাড়ি আপনাকে সহায়তা করবে।

আয়ুষ্মান ভারত স্কিমের ব্যাপারেও তিনি উল্লেখ করেন।