Suvendu Adhikari: ফিরে এসে দেখবেন আরেকটা খালু ঢুকে গেছে ভিতরে, মমতার দিল্লি সফরকে কটাক্ষ শুভেন্দুর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরকে কটাক্ষ করে চাঞ্চল্যকর হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার পানিহাটিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ফিরে এসে দেখবেন আরেকটা বালু ঢুকে গেছে ভিতরে।

রবিবার ৪ দিনের দিল্লি সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে ১৯ ডিসেম্বর INDI জোটের বৈঠকে যোগদান করবেন তিনি। ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজ্যের দাবি দাওয়া নিয়ে দেখা করার কথা তাঁর।

রবিবার মুখ্যমন্ত্রীর সফর নিয়ে প্রতিক্রিয়া চাইলে শুভেন্দুবাবু বলেন, ‘ওতে কিছু হবে না। প্রতিবারই সংসদের অধিবেশনের সময় এপাং ওপাং ঝপাং করতে যায়। ফিরে এসে দেখবেন আরেকটা খালু ঢুকে গেছে ভিতরে’।

এর আগেও একাধিকবার শুভেন্দুবাবুর ভবিষ্যদ্বাণী খেটে গিয়েছে। তৃণমূলের যে নেতাদের নাম তিনি করেছেন তাদের বাড়িতে হানা দিয়েছে, ইডি সিবিআই বা আয়কর। ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের মধ্যেই কেন্দ্রীয় এজেন্সির সক্রিয় হওয়ার ইঙ্গিত দিলেন তিনি। যাতে প্রশ্ন উঠছে, এটা কি শুধুই কথার কথা, না কি কোনও সুনির্দিষ্ট তথ্য রয়েছে শুভেন্দুবাবুর কাছে। যাই হোক, শুভেন্দুর এই মন্তব্য মমতার দিল্লি সফরকালে উদ্বেগ বাড়াবে তৃণমূলে।