Christmas and New Year party: বড়দিন-বর্ষবরণের রাতে মদ্যপের হাতে গাড়ি নয়, চালক দিয়ে পাঠানো হবে বাড়ি

বড়দিন বা বর্ষবরণের রাতে মদ্যপের হাতে যাতে গাড়ি স্টেয়ারিং না থাকে তার জন্য বিশেষ নির্দেশিকা জারি করল হোটেল মালিক সংগঠন। উৎসবের রাতে অতিরিক্ত মদ্যপান করলে সেই ব্যক্তিকে যাতে গাড়ির স্টেরিংয়ে বসতে না দেওয়া হয় তা হোটেল এবং রেস্তরাঁগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে।

প্রয়োজনে তাঁকে অন্য গাড়িতে করে বাড়িতে পাঠাতে বলা হয়েছে। তিনি যদি নিজের গাড়ি ছাড়তে রাজি না হন, তবে তাঁকে চালকের ব্যবস্থা করে দিতে বলা হয়েছে। গাড়ির চালক সরবরাহের জন্য সম্প্রতি একটি অ্যাপ বিশেষ জনপ্রিয় হয়েছে। সে অ্যাপকে কাজে লাগিয়ে চালক ভাড়া করে মদ্যপ ব্যক্তিকে বাড়ি পাঠানোর কথা বলা হয়েছে। তার জন্য চালকের মজুরি ও গন্তব্য ফেরার খরচ মেটাতে হবে ওই ব্যক্তিকেই।

(পডুন। হার্ট-অ্যাটাক বা অন্য সমস্যা? রাজ্যের সব মেডিক্যাল কলেজে হচ্ছে এমার্জেন্সি ইউনিট) 

এমনিতে বড়দিনের বা বর্ষবরণের রাতে পুলিশের বিশেষ নজরদারি থাকে। মদ্যপ ব্যক্তিদের উপর নজর রাখবে রেস্তরাঁ ও হোটেলগুলোও। অতিরিক্ত মদ খেয়ে ফেলে ব্যক্তি যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন তার ব্যবস্থা করে দেবে সংশ্লিষ্ট হোটেল ও রেস্তরাঁগুলিই।

সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইর্স্টান রিজিয়নের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। তাদের অন্তর্ভুক্ত ১৫০০ হোটেল বার ও রেস্তরাঁকে জানিয়ে দেওয়া হয়েছে, কোনও ব্যক্তি যদি মাত্রা ছাড়িয়ে মদ খান, তবে তাঁর হাতে যেন গাড়ির স্টেয়ারিং না দেওয়া হয়। অন্য কোনও ক্যাব বা ট্যাক্সি ডেকে তাঁকে বাড়ি ফেরাতে হবে। আর যদি তিনি গাড়ি ফেলে রেখে না যেতে চান, তবে অ্যাপের মাধ্যমে চালক ভাড়া করে বাড়ি পাঠাতে হবে।

সংগঠনের সভাপতি সুদেশ পোদ্দার বলেন, ‘প্রাথমিক ভাবে এই নির্দেশ পাঠানো হয়েছে। পুলিশের সঙ্গে আলোচনা করে আরও নির্দেশ দেওয়া হতে পারে।’

প্রসঙ্গত, বড়দিন ও বর্ষবরণের রাতে পুলিশের বিশেষ নজরদারি থাকে। এবার সেই নজরদারি চলবে। কলকাতা পুলিশের এক কর্তার জানিয়েছেন, মদ খেয়ে গাড়ি চালো বন্ধ করতে জরিমানার পরিমাণ হয়েছে। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ মোড়ে ব্রিথ অ্যানালাইজার মেশিন (যন্ত্রে ফুঁ দিলে বোঝা যায় তিনি মদ্যপ কিনা) দিয়েও মদ্যপ কিনা তা পরীক্ষা করা হচ্ছে।