Kolkata News: ইডেনের স্টাফ হিসেবে কাজের স্বপ্ন অধরাই রয়ে গেল, তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: ইডেন গার্ডেন্স থেকে উদ্ধার হল এক তরুণের ঝুলন্ত দেহ (Hanging Body)। মৃতের নাম ধনঞ্জয় বারিক। ২১ বছরের ওই তরুণ আদতে ওড়িশার ভদ্রকের বাসিন্দা। ধনঞ্জয়ের বাবা ও কাকা CAB-র গ্রাউন্ড স্টাফ।

ইডেনের স্টাফ হিসেবে কাজের স্বপ্ন অধরাই রয়ে গেল ধনঞ্জয়ের

পুলিশ সূত্রে খবর, কাজের খোঁজে ওড়িশা থেকে এসেছিলেন ওই তরুণ। বাবা, কাকার সঙ্গে ইডেনের স্টাফ কোয়ার্টারে থাকতেন। ইডেনের গ্রাউন্ড স্টাফ হিসেবে কাজ করার ইচ্ছা থাকলেও, তা সম্ভব হয়নি। পুলিশের দাবি, মৃতের পরিবার জানিয়েছে, সেই কারণে ডিপ্রেসনে ভুগছিলেন ধনঞ্জয়। গতকাল থেকে নিখোঁজ ছিলেন ওই তরুণ। আজ সকালে ইডেনের K ব্লক থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়দান থানার পুলিশ (Maidan Polioce Station)। 

 স্বপ্ন ভঙ্গেই কি বারবার এই মর্মান্তিক ঘটনা ফিরে আসছে ?

সম্প্রতি আরও একটি মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে এসেছিল গত মাসেই। সেখানেও ছিল আকাশ ছোঁয়া স্বপ্ন। ঘটনাটি ঘটেছিল রাজস্থানে। দেশের অন্যতম সেরা শিক্ষা-হাব রাজস্থানের কোটায় (Rajasthan Kota) আত্মঘাতী হয়েছিল আরও এক ছাত্র। এবার পশ্চিমবঙ্গের এক ছাত্র আত্মঘাতী (Suicide) হয়েছিল বলে জানা যায়।  প্রতিযোগিতামূলক পরীক্ষার (Competitive Exams) প্রস্তুতি নেওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফি বছর বহু ছাত্র-ছাত্রী আসে মরুরাজ্যের এই শহরে।

আরও পড়ুন, সোমবার পেট্রোলের দরে স্বস্তি কোন শহরে ? ডিজেলের দাম কত কলকাতায় ?

 এক সন্ধেয় ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল

ফরিদ হুসেন নামে ২০ বছরের ওই ছাত্র NEET-এর প্রস্তুতি (NEET Preparation) নিতে গিয়েছিল সেখানে। শহরের ওয়াকফ নগর এলাকায় ভাড়াবাড়িতে থাকতেন।  এরপর এক সন্ধেয় ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেছিলেন। সেখানে আরও কিছু ছাত্র বসবাস করে। তারা পুলিশকে জানিয়েছিল, আনুমানিক বিকাল ৪টে নাগাদ তাকে তার শেষবার দেখেছিল। সন্ধে ৭টার সময়ও যখন সে ঘর থেকে না বেরোয়, তাদের ফোনেরও জবাব দেয়নি, তখন তারা সতর্ক হয়ে গিয়েছিল। পরিস্থিতি বেগতিক বুঝে বিষয়টি পুলিশকে ফোনে জানিয়েছিলেন বাড়ির মালিক।ঘটনার কথা তাঁর পরিবারকে জানিয়েছিল পুলিশ। যদিও পুলিশ সূত্রের খবর, কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। গত বছর থেকে কোটায় থাকছিল ওই ছাত্র।