Madrasa Board Election: ২৯ বছর নির্বাচন হয়নি, ‘জামিদারি চলছে?’ মাদ্রাসা বোর্ডকে তোপ হাইকোর্টের

১৯৯৪ সালে গঠিত হয় মাদ্রাসা বোর্ড। এই সংক্রান্ত আইনে বলা রয়েছে একটি নির্দিষ্ট সময় বাধ্যতামূলক ভাবে নির্বাচন করতে হবে। কিন্তু গত ২৯ বছর ধরে কোনও নির্বাচনই হয়নি মাদ্রাসা বোর্ডে। মনোনীত সদস্য দিয়েই বোর্ডের কাজ চলছে। ফলে আটকে রয়েছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ। এ নিয়ে ক্ষোভে প্রকাশ করল কলকাতা হাইকোর্ট।

প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, বছরের পর বছর এই ভাবে ‘জমিদারি কায়দায়’ কাজ চলতে পারে না। আদালত উষ্মা প্রকাশ করে বলে, ‘এটা কী জমিদারি চলছে নাকি? নাকি উত্তরাধিকার সূত্রে একাজ হয়ে চলেছে।’ এই নির্বাচন নিয়ে কেন আদালত প্রয়োজনীয় পদক্ষেপ করবে না, মাদ্রাসা বোর্ডের বোর্ডের সেক্রেটারি ও প্রেসিডেন্টের তার জবাব তলব করছে।

(পড়ুন। শুরু হবে সোদপুর থেকে ব্যারাকপুুুর বিটি রোড সম্প্রসারণের কাজ, আবার কি যানজট?) 

দীর্ঘ সময় কেটে যাওয়ার পরও কেন নির্বাচন করা নিয়ে কোনও ব্যবস্থা নেননি বোর্ডের সেক্রেটারি এবং প্রেসিডেন্ট তা হলফনামা জমা দিয়ে জানাতে বলা হয়েছে। আদালতের বক্তব্য কেন বছরের পর বছর ধরে মনোনীত সদস্য দিয়ে বোর্ড চলবে, কেন ২৯ বছরের মধ্যে নির্দিষ্ট সময় অন্তর নির্বাচন না করে কেন কাজ চালানো হবে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে আদালত।

(পডুন। ডিপি’-তে রাজ্যের মন্ত্রীর ছবি, যুব তৃণমূলের ফেসবুক পেজ জুড়ে পর্নোগ্রাফি!) 

এজলাসে উপস্থিত রাজ্যের কৌঁসুলি টি এম সিদ্দিকির কাছে প্রধান বিচারপতি জানতে চান, কেন দীর্ঘদিন ধরে বোর্ডের কোনও নির্বাচন হচ্ছে না? এর কোনও সুনির্দিষ্ট জবাব দিতে পারেন সিদ্দিকি। এর পর আদালত ক্ষোভ প্রকাশ করে বলে, এভাবে চলতে পারে না। কেন নিবার্চন হবে না তা হলফনামা দিয়ে সেক্রেটারি ও প্রেসিডেন্টকে জমা দিতে নির্দেশ দেন।