Sundarban Bird Festival 2024: পাখির রাজ্যে চারদিন, সুন্দরবনে হবে পক্ষী উৎসব, মাথাপিছু কত খরচ জেনে নিন

শীতের সুন্দরবন মানেই একেবারে অন্যরকম। লঞ্চে যেতে যেতে দেখা হয়ে যেতে পারে বাঘ মামার সঙ্গে। নদীর ধারে রোদ পোহাচ্ছে কুমীর। ওদের সঙ্গেও দেখা হয়ে যেতে পারে। তবে এবার এই শীতেই আয়োজিত হতে চলেছে সুন্দরবন বার্ড ফেস্টিভাল 2024। সুন্দরবন টাইগার রিজার্ভের উদ্যোগে এই পাখি উৎসব। পক্ষীপ্রেমীদের কাছে এই উৎসব অত্য়ন্ত আকর্ষণীয়। আর যাঁরা ওই সময়টাতে সুন্দরবনে বেড়়াতে যাবেন তাঁদের কাছেও বাড়তি পাওনা এই পাখি উৎসব।

নাম না জানা কত পাখির সমাহার হয় এই সুন্দরবনে। আপনিও সেই উৎসবের শরিক হতে পারেন। নতুন বছরে ১৭ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি এই পাখি উৎসব হবে সুন্দরবনে। সজনেখালি বিট চত্বরে হবে এই পাখি উৎসব। দ্বিতীয় বছরে পা দিল সুন্দরবন পাখি উৎসব। এই উৎসবে যোগ দেওয়ার জন্য় আপনাকে আবেদন করতে হবে। ১ লা জানুয়ারি ২০২৪ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন।

এখানে আপনি বিস্তারিত জানতে পারবেন। https://sundarbantigerreserve.org

 

এই উৎসবে অংশগ্রহণ করার জন্য় মাথাপিছু এন্ট্রি ফি ১০,০০০ টাকা। দফতরের তরফ থেকে যাচাই করার পরে আপনাকে এই উৎসবে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। তখন আপনাকে এই টাকা জমা দিতে হবে। এরপর আপনি বার্ড ফেস্টিভালের কিট, জলের বোতল, খাবার, স্ন্যাক্স পাবেন। গদখালি থেকে গাড়ি থাকবে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। নেচার গাইড, পাখি সম্পর্কে নানা তথ্য় জানাবেন তাঁরা। এই উৎসবে অংশ নেওয়ার পরে আপনি সার্টিফিকেটও পাবেন।

যদি আপনি টাকা দিয়েও অংশ নিতে না পারেন তখন কী হবে তার শর্তগুলি অবশ্য জেনে নেবেন।

কারা এই উৎসবে অংশ নিতে পারবেন?

পাখিদের প্রতি বিশেষভাবে আগ্রহ আছে যাদের তাদেরবিশেষ ভাবে স্বাগত এই উৎসবে।

কোথায় হবে এই উৎসব?

গোটা সুন্দরবন জুড়েই এই উৎসব হবে। তবে সেন্ট্রাল ক্যাম্পিং হবে সজনেখালিতে।

অংশগ্রহণকারীদের নৌকাতে থাকার ব্যবস্থা করা হবে। প্রাথমিকভাবে যেটুকু প্রয়োজন সেটাই দেওয়া হবে।

খাবার, জল আয়োজক কমিটি সরবরাহ করবে।

আপনারা বার্ড বুক, বাইনোকুলার, ক্যামেরা, স্লিপিং ব্যাগ, জলের বোতল,টর্চ, ফার্স্ট এইড কিট নিয়ে যাবেন।

আর চিন্তা কীসের! এক অন্য়রকম অভিজ্ঞতার জন্য় যোগ দিতে পারেন এই উৎসবে।