WHO Urges Countries To Continue With Strong Surveillance Amid Rising Covid Cases Know Details

নয়াদিল্লি: বিশ্বে ফের বাড়ছে কোভিডের (Covid) গ্রাফ। তা নিয়েই সতর্ক বিশ্ব স্বাস্থ্য় সংস্থা। দেশগুলিকে কোভিড সংক্রমণ নিয়ে সতর্ক থাকার বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বে কোভিড কেসের বাড়বাড়ন্ত ঠেকানোর জন্য আগেভাগেই সতর্ক হতে বলা হয়েছে দেশগুলিকে। পাশাপাশি জিনোম সিকোয়েন্সের তথ্য শেয়ার করতেও বলা হয়েছে। WHO-এর তরফে কোভিড-১৯ এর টেকনিক্যাল লিড Dr. Maria Van Kerkhove-এর একটি ভিডিও বার্তা শেয়ার করা হয়েছে। কেন ফের কোভিড সংক্রমণ বাড়ছে তার কারণ সম্পর্কে ধারণা দিয়েছেন তিনি। পাশাপাশি সাবধানতা নেওয়ার জন্যও বলেছেন।   

বেশ কিছু দেশে সংক্রমণ বেড়েছে ইদানিং। সিঙ্গাপুরেও মারাত্মক সংক্রমণ বেড়েছে। এদিকে সামনেই রয়েছে উৎসবের মরসুম। তার ফলে সংক্রমণ ফের বাড়তে পারে এমনটা আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ভারতের কেরলেও JN.1 সংক্রমণের হদিস মিলেছে। 

Dr. Maria Van Kerkhove-এর ভিডিও বার্তায় বলা হয়েছে, বিভিন্ন কারণে হঠাৎ বেড়েছে এই সংক্রমণ।  তিনি বলেছেন, ‘এটা শুধু কোভিড নয়। ইনফ্লুয়েঞ্জা, অন্য ভাইরাস এবং ব্য়াকটেরিয়াও সংক্রমিত হচ্ছে। বিশ্বের একটি বড় অংশের শীত আসছে। আমরা উৎসবের মরসুমের দিকে এগোচ্ছি। ভিড় হলেই, বিশেষ করে কোনও ছোট ও বদ্ধ জায়গায় ভিড় হলেই সংক্রমণ আরও ছড়িয়ে পড়বে।’

কোভিড ভাইরাস রূপ বদলাচ্ছে, তাই সংক্রমণ বাড়ছে বলে তাঁর মত। এখন ৬৮ শতাংশ কোভিড সংক্রমণই XBB সাবলিনিয়েজে এবং বাকিটা JN.1 গ্রুপিংয়ের। 

ভারতেও নির্দেশিকা:
সব রাজ্যগুলিকে কোভিড পরিস্থিতির দিকে কড়া নজর রাখতে বলা হয়েছে। ফের ফিরিয়ে আনতে বলা হচ্ছে প্রতিদিনের মনিটরিং (District Wise Monitoring)। জেলা ভিত্তিক SARI এবং ILI কেস কতগুলো হচ্ছে সেগুলি নিয়ে মনিটরিং করতে বলা হয়েছে কেন্দ্রের নির্দেশিকায়। পাশাপাশি, কোভিড পরীক্ষার উপর জোর বাড়াতে বলা হয়েছে। যত বেশি সম্ভব RT-PCR পরীক্ষা করতে বলা হয়েছে রাজ্যগুলিকে। টেস্টে কোভিড পজিটিভ হলে সেগুলি INSACOG ল্যাবরেটরিতে জিনোম সিকোয়েন্সের জন্য পাঠাতে বলা হয়েছে।

নতুন গাইডলাইন দিয়ে সব রাজ্যের স্বাস্থ্য সচিবদের চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।  কেন্দ্রের গাইডলাইন নিয়ে কাল স্বাস্থ্যভবনে বৈঠকের সম্ভাবনা। সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট মেলেনি বলে দাবি।

কী কী বলা হয়েছে:
সামনেই বর্ষশেষের উৎসবের মরসুম। ভিড় হবে। তাই সেই সময় অতিরিক্ত সতর্কতার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের নির্দেশিকায়। শ্বাসকষ্ট সংক্রান্ত সংক্রমণে লাগাম দেওয়ার জন্য যাবতীয় পদক্ষেপ করার কথা বলা হয়েছে।

কোভিড রুখতে যাবতীয় পদক্ষেপের কথা যা যা  করার জন্য কেন্দ্রের তরফে বলা হয়েছে সেগুলি পুঙ্খানুপুঙ্খুভাবে রাজ্যের তরফে মেনে চলার জন্য বলা হয়েছে। 

ইনফ্লুয়েঞ্জার মতো সংক্রমণ (Influenza-like Illness) এবং মাত্রাতিরিক্ত শ্বাসকষ্টজনিত সমস্যা (Severe Acute Respiratory Illness) রাজ্যের কোথায় কোথায় ঘটছে তার পূর্ণাঙ্গ হিসেব রাখতে বলা হয়েছে।  

RT-PCR-এর সংখ্যা বাড়ানোর জন্য বলা হয়েছে রাজ্যগুলিকে। যে সংখ্যায় বলা হয়েছে সেই সংখ্যায় অ্যান্টিজেন টেস্টও করতে বলা হয়েছে।

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি চেয়ে তুমুল শোরগোল, লোকসভায় সাসপেন্ড অধীর-সহ ৩৩ বিরোধী সাংসদ

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator