জোর চর্চায় ‘ডানহাতি রায়না’! নিলামে ব্যাঙ্ক ভাঙলেন ধোনিরা, কে এই সমীর রিজভি?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গায়ে ওঠেনি সিনিয়র দলের জার্সি, তবে নিলাম কাঁপাবেন কয়েকজন ভারতীয়, তাঁরা লিখবেন কোটির কাহিনি। এমনই ভবিষ্যদ্বাণী ছিল বাইশ গজের। সেই তালিকায় ছিলেন সমীর রিজভি (Sameer Rizvi)। বছর কুড়ির উত্তরপ্রদেশের ব্য়াটার ও অফ-ব্রেক বোলার নিলাম মাতিয়ে দেবেন বলেই পূর্বাভাস ছিল। মঙ্গলবার দুবাইয়ে আইপিএল নিলামে (IPL Auction 2024) ঠিক সেটাই ঘটল। পাঁচবারের আইপিএল চ্য়াম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK) সবসময় আগামীর কথা ভেবেই দল করে। এমএস ধোনির (MS Dhoni) ফ্র্যাঞ্চাইজি ঠিকই করে নিয়েছিল যে, তাঁরা সমীরকে দলে নেবেন। শেষপর্যন্ত তারা লক্ষ্য়ে সফল হয়েছে। ৮ কোটি ৪০ লক্ষ টাকা খরচ করে সমীরকে দলে নিয়েছে ইয়েলো আর্মি। 

আরও পড়ুন: IPL Auction 2024: ‘লক্ষ্য়পূরণ’! বিশ্বকাপের আগুনে দুই কিউয়ি চেন্নাইয়ে, স্টোকসের বিকল্প পেলেন ধোনিরা?

এখন প্রশ্ন কে এই সমীর রিজভি? কেন জোর চর্চায় তরুণ তুর্কী?

অনূ্র্ধ্ব-১৯ ইন্ডিয়া ‘বি’ টিমের হয়ে খেলা সমীর সদ্য়সমাপ্ত উত্তরপ্রদেশ টি-২০ লিগে আগুনে ব্য়াটিং করেছেন। ঘরোয়া ক্রিকেটেও মিডল অর্ডারে নেমে বিধ্বংসী মেজাজে ব্য়াট করেন তিনি। সমীর আট কোটির টাকার উপর দামে বিক্রি হয়ে ভাষা হারিয়েছেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার এখনও বিশ্বাস হচ্ছে না। আমি এই অনুভূতি ভাষায় ব্য়াখ্য়া করতে পারব না। খুবই কঠিন আমার জন্য় এটা। এই মুহূর্তে আমার মুখে কোনও ভাষা নেই। এটা মেনে নিতে সময় লাগবে। সিএসকে-র হয়ে খেলার জন্য় মুখিয়ে আছি আমি।’ এদিন নিলাম চলাকালীন ক্রিকেটার অভিনব মুকুন্দ বলেছেন, ‘আমাকে আইপিএলের অন্য়তম একজন স্কাউট বলেছিলেন যে, ও ডানহাতি সুরেশ রায়না। ওভাবে যেভাবে স্পিনের বিরুদ্ধে খেলে, দেখলে মনে হবে ও রায়না। অনেক দলই ওকে নিতে ঝাঁপাবে।’ এখন দেখার সমীর কী করেন আইপিএলে।

 

ধোনির নেতৃত্বে চেন্নাই চলতি বছর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। পঞ্চমবারের জন্য এই খেতাব জিতেছে ‘ইয়েলো আর্মি’। ভারতের কিংবদন্তি অধিনায়ক দলকে আইপিএল চ্যাম্পিয়ন করিয়েও, সেভাবে সুখের সময় কাটাতে পারেননি। মাহি গোটা আইপিএলেই খেলেছিলেন মারাত্মক হাঁটুর চোট নিয়ে। আইপিএল ফাইনাল শেষ হওয়ার পরেই মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে তাঁকে ছুটতে হয়েছিল। আর্থোস্কোপিক রিপেয়ারের জন্য ধোনিকে মাইক্রোসার্জারি করাতে হয়ে। যদিও ধোনি এখন পুরো ফিট। তিনিই দেবেন দলকে নেতৃত্ব।

আরও পড়ুন: IPL Auction 2024: দু’বার ভেঙেছেন ভারতের বিশ্বজয়ের স্বপ্ন, লড়ে হায়দরাবাদ তাঁকেই নিল বিরাট অঙ্কে

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)