Chinese line Bhutan Gate Opens: ভুটান যাওয়া আরও সহজ, খুলে গেল চাইনিজ লাইন গেট, পর্যটকরাও কি যেতে পারবেন?

প্রায় তিনবছর পরে খুলল ভুটান চাইনিজ লাইন গেট। জয়গাঁও-চাইনিজ লাইন এলাকায় সোমবার বেলা ১১টা নাগাদ খুলে দেওয়া হয় ভুটান গেট। ফুন্টশেলিংয়ের এসডিও কর্মা জুগমি, এসএসবির কর্তারা, আলিপুরদুয়ার জেলা পরিষদের সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে খবর। 

ফুন্টশেলিং হয়ে এই পথ দিয়ে ভুটান যাওয়া যায়।জয়গাঁ রয়েছে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে। 

ভুটানে কাজ করেন এমন ভারতীয়রা সাধারণত এই গেটই ব্যবহার করতেন বলে খবর। তবে দিনের পর দিন এই গেট বন্ধ থাকায় সমস্যায় পড়ে গিয়েছিলেন তারা। এবার খুলে দেওয়া হল সেই ভুটান চাইনিজ গেট। 

তবে সূত্রের খবর, কেবলমাত্র পথচারীদের জন্য এই গেট খোলা হয়েছে। যাঁরা কাজ করতে যাবেন তাঁদের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হল। গেটের কাছেই এসএসবি চেকপোস্ট করা হয়েছে। সেখানেও এসএসবি জওয়ানরা নজর রাখবেন। 

এদিকে কোভিডের সময় থেকে দীর্ঘদিন এই গেট বন্ধ ছিল। এদিকে গত বছর সেপ্টেম্বর মাসে জয়গাঁতে ভুটানের প্রবেশের সদর দরজা খুলে দেওয়া হয়েছিল। তবে এবার চাইনিজ গেটও খুলে দেওয়া হল। এদিকে এই গেট বন্ধ থাকার জেরে জয়গাঁর ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছিলেন। 

এদিকে চাইনিজ গেট খোলার পরে উচ্ছাস প্রকাশ করেন স্থানীয়রা। কারণ এই গেট দিয়ে দুই দেশের মধ্য়ে যোগাযোগ ব্যবস্থা ছিল। কাজেকর্মে ভুটান থেকেও বাসিন্দারা জয়গাঁতে আসতেন। এখানে ব্যবসাও জমে উঠত।  

আলিপুরদুয়ার জেলা পরিষদের সদস্য গঙ্গাপ্রসাদ শর্মা সংবাদমাধ্যমে জানিয়েছেন, ভুটানে কর্মরত ভারতীয়রা এই গেট দিয়ে ভুটানে যেতে পারবেন। দ্রুত তাঁরা এই পথ দিয়ে ভুটানে চলে যেতে পারবেন। 

২০২০ সালে কোভিড অতিমারির সময় থেকেই বন্ধ ছিল এই গেট। এদিকে প্রায় ৪৫,০০০ ভারতীয় ভূটানের বিভিন্ন সেক্টরে কাজ করেন। তাঁদের এবার সুবিধা হবে। ওয়ার্ক পাস নিয়ে তাঁরা ভেতরে চলে যেতে পারবেন। 

এক্ষেত্রে এবার ভারতের দিকে প্রথমে নথি দেখবেন এসএসবি। এরপর ওপারে ভুটানের আধিকারিকরা নথি দেখে তাঁদের কাজের জায়গায় যাওয়ার অনুমতি দেবেন। 

তবে সূত্রের খবর, কেবলমাত্র ওয়ার্ক পারমিট দেখিয়েই এই পথে ভুটানে যাওয়া যাবে। তবে পর্যটকরা এই পথে ভুটান যেতে পারবেন না। তাঁদের মূল গেট ব্যবহার করতে হবে। এই গেট দিয়ে কেবলমাত্র যে ভারতীয়রা ভুটানে কাজ করেন তাঁরাই যেতে পারবেন।