Earthquake in Ladakh: বেশ জোরালো ভূমিকম্প কার্গিলে; কেঁপে উঠল হিমাচল, পঞ্জাব, পাকিস্তানের একাংশও

বেশ জোরালো ভূমিকম্প হল লাদাখের কার্গিলে। ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সোমবার দুপুর ৩ টে ৪৮ মিনিট ৫৩ সেকেন্ডে কার্গিল এলাকায় ভূমিকম্প হয়েছে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পে উৎসস্থল ছিল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। তার জেরে হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, চণ্ডীগড়, পঞ্জাব (ভারত) এবং পাকিস্তানের একাংশেও (ইসলামাবাদ, শিয়ালকোট, লাহোরের মতো জায়গায়) কম্পন অনুভূত হয়েছে। আপাতত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

আরও পড়ুন: Highest Fighter Airfield In Ladakh: ‘বদলে যাবে খেলা’, লাদাখে বিশ্বের উচ্চতম সামরিক বিমানঘাঁটির শিলান্যাস রাজনাথের

ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যেখানে ভূমিকম্পের উৎসস্থল ছিল, তা হিমাচল প্রদেশের কুল্লুর উত্তর ও উত্তর-পশ্চিমে ১৬৬ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পের উৎসস্থলের পূর্ব ও উত্তর- ১৭১ কিমি দূরে জম্মু ও কাশ্মীরের কাতরা, ১৯১ কিমি পূর্ব ও দক্ষিণ-পূর্বে জম্মু ও কাশ্মীরের শ্রীনগর, ২০৩ কিমি উত্তরে হিমাচল প্রদেশের মাণ্ডি এবং ২২১ কিমি পূর্বে জম্মু ও কাশ্মীরের রাজৌরি অবস্থিত বলে ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে।

(বিস্তারিত পরে আসছে)