IPL Auction 2024 Yash Dayal Joins RCB For Rs 5 Crore Know Details

দুবাই: আইপিএলে রিঙ্কু সিংহ তাঁর ৫ বলে ৫ ছক্কা মেরে কেকেআরকে জিতিয়েছিলেন। সেই যশ দয়ালকে (Yash Dayal) ৫ কোটি টাকায় কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। গুজরাত টাইটান্সের হয়ে খেলার সময়ই তাঁর বিরুদ্ধে পাঁচ ছক্কা হাঁকিয়েছিলেন রিঙ্কু। তবে সেই ঘটনা যে অতীত এবং গুজরাতেরও যে তাঁর প্রতিভার প্রতি আস্থা রয়েছে, তা নিলামেই দেখা গেল। আরসিবির সঙ্গে দর কষাকষিতে ছিল গত বারের ফাইনালিস্ট দলও। কিন্তু শেষ আরসিবিই যশকে দলে নিতে সক্ষম হল।

২০২২ সালে উত্তরপ্রদেশের বাঁ-হাতি ফাস্ট বোলারকে দলে নিয়েছিল গুজরাত টাইটান্স। প্রথম মরশুমে তিনি মন্দ পারফর্ম করেননি। তবে ২০২৩ আইপিএল মরশুমটা একেবারেই ভাল কাটেনি যশের। রিঙ্কুর বিরুদ্ধে পাঁচটি ছক্কা খাওয়ার পর তিনি মানসিকভাবে এতটাই বিধ্বস্ত হয়ে পড়েছিলেন যে তাঁর শরীরের ওজনও কমে গিয়েছিল। গোটা মরশুমে মাত্র দুইটি উইকেট নিয়েছিলেন। তবে গত মরশুমের হতাশাকে নয়, তাঁর প্রতিভার উপরই ভরসা রেখেছে ফ্র্যাঞ্চাইজিরা। সেই কারণেই এ মরশুমেও তাঁর জন্য পাঁচ কোটি টাকা খরচ করেছে আরসিবি।

 

 

শুধু যশ দয়াল নন, শাহরুখ খানের জন্যও কিন্তু তাঁর প্রাক্তন দল পাঞ্জাব কিংস বড় দর হাঁকিয়েছিল। ৭ কোটি ৪০ লক্ষ টাকায় শাহরুখ খানকে (Shah Rukh Khan) নিল গুজরাত টাইটান্স। তাঁকে রিটেন না করলেও, আইপিএল নিলামে (IPL Auction 2024) তাঁর প্রাক্তন দল পাঞ্জাব কিংস কিন্তু শাহরুখের জন্য দর হাঁকিয়েছিল। কিন্তু দর কষাকষিতে শেষমেশ তাঁদের পেছনে ফেলে তামিলনাড়ুর তারকাকে দলে নিল গুজরাত। 

নয় কোটি টাকায় শাহরুখ এর আগে পাঞ্জাবে যোগ দিয়েছিলেন। তিনি গত মরশুমে ১৬০-এর অধিক স্ট্রাইক রেটে ব্যাটিং করলেও, খুব বেশি রান করতে পারেননি। তাঁর ধারাবাহিকতা নিয়েও প্রশ্ন উঠেছিল। সেই কারণেই পাঞ্জাব তাঁকে রিটেন না করারই সিদ্ধান্ত নিয়েছিল। উপরন্তু ঘরোয়া মরশুমেও তাঁর ব্যাট হাতে পারফরম্যান্স একেবারেই আহামরি ছিল না। কিন্তু ফাস্ট বোলারদের বিরুদ্ধে বড় শট মারতে দক্ষ শাহরুখের ফিনিশার হিসাবে বেশ সুখ্যাতি রয়েছে। ইনিংসের শেষের দিকে এক-দুইটো ছয়ও ম্যাচের রং সম্পূর্ণ বদলে দিতে পারে। সেই কারণেই ফিনিশারদের দর বিশ ওভারের ক্রিকেটে বরাবরই বেশি। শাহরুখও তাই ফের একবার নিলাম চড়া দামে বিক্রি হলেন।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে