IPL Auction Kolkata Knight Riders Can Take 12 Players From Auction Know The List Of 13 Cricketers Retained

দুবাই : অপেক্ষার অবসান। ২০২৪ আইপিএল -র নিলাম (IPL 2024 Auction) আজ। ১০ টি ফ্র্যাঞ্চাইজি মোট ৭৭ জন প্লেয়ারকে বেছে নেবে তাঁদের দলের জন্য। দলগঠনের টানটান উত্তেজনার যে লড়াইয়ে বাড়তি নজর রয়েছে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) দিকে। কারণ, ক্রিকেটার ধরে-রাখা ছেড়ে দেওয়ার ট্রেডিং পর্বে প্রায় অর্ধেক স্কোয়াডকেই রিলিজ করে দিয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। 

নিলামে নামার আগে মাত্র ১৩ জন ক্রিকেটারকে ধরে রেখেছিল কেকেআর। কলকাতা ফ্র্যাঞ্চাইজি নিলামে মোট ৩২.৭ কোটি টাকা নিয়ে নামবে। চারজন বিদেশি সহ মোট ১২ জন ক্রিকেটারকে দলে নিতে পারবেন গৌতম গম্ভীর-বেঙ্কি মাইসোররা। কলকাতা নাইট রাইডার্সকে দু’বার আইপিএল খেতাব জেতানো অধিনায়ক গৌতম গম্ভীর ফের একবার কলকাতা শিবিরে ফিরেছেন। এবারে দলের মেন্টর হিসেবে। সিইও বেঙ্কি মাইসোরের পাশাপাশি নিলামে তাঁর ভাবনার প্রতিফলন দেখা যাবে। তাই নিলামের মঞ্চে কার্যত অর্ধেক স্কোয়াড ভর্তি করার লক্ষ্য নিয়ে নামতে চলা কেকেআর কোন ক্রিকেটারদের দলে নেয় তা দেখার দিকে বাড়তি নজর থাকবে।

প্রসঙ্গত, ট্রেন্ডিং পর্বে শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লোকি ফার্গুসনের মতো খেলোয়াড়দের ছেড়ে দিয়েছে কেকেআর। তাই কলকাতা ফ্র্যাঞ্চাইজি কোন কোন পেসারকে দলে পেতে ঝাঁপায়, তা দেখতে থাকবে বাড়তি নজর। গতবার চোটের জেরে আইপিএল খেলতে না পারলেও শ্রেয়স আইয়ারেই আস্থা রেখেছে কলকাতা ফ্র্যাঞ্চাইজি। ফের একবার তাঁকেই অধিনায়কত্বের দায়িত্বে ফেরানো হয়েছে। আর গতবার ক্যাপ্টেনি করা নীতিশ রাণাকে দেওয়া হয়েছে সহ অধিনায়কত্বের দায়িত্ব।

পাশাপাশি একঝলকে দেখে নেওয়া যাক কোন ১৩ জন ক্রিকেটারকে ধরে রেখেছে কেকেআর-

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতিশ রাণা (সহ-অধিনায়ক), রিঙ্কু সিংহ, সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল, জেসন রয়, রহমানুল্লা গুরবাজ়, বরুণ চক্রবর্তী, বেঙ্কটেস আইয়ার, হর্ষিত রাণা, অনুকূল রায়, সুয়াস শর্মা, বৈভব অরোরা। 

নিলামে দলে নেওয়া যাবে- ১২ জন ক্রিকেটার

বিদেশি ক্রিকেটার নেওয়া যাবে – ৪ জন

ঝুলিতে বাকি অর্থ – ৩২.৭ কোটি।

                                                                            

আরও পড়ুন- আজ আইপিএলের মেগা নিলাম, কখন, কোথায় দেখবেন ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে