Kalyan Banerjee Mimics Dhankhar: সংসদ চত্বরে ধনখড়কে নকল করলেন কল্যাণ, রেকর্ড করলেন রাহুল, লজ্জার! বললেন উপরাষ্ট্রপতি

সংসদ চত্বর। বিরোধী দলের তাবড় নেতারা উপস্থিত। পার্লামেন্ট চত্বরে বসে রয়েছেন তারা। সেখানে একদিকে যেমন কংগ্রেস নেতা রাহুল গান্ধী রয়েছেন তেমনি তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ও রয়েছেন। সেখানেই রাজ্যসভার চেয়ারম্য়ান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নকল করলেন কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়। কার্যত কুৎসিত অঙ্গভঙ্গি করে তিনি নানারকম মন্তব্য করতে থাকেন। আর গোটা ঘটনার ভিডিয়ো মোবাইলে তোলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় নানা রকম অঙ্গভঙ্গি করছেন। রীতিমতো হাত তুলে তিনি জগদীপ ধনখড়ের নকল করছেন। আর সেটা দেখে হাসিতে ফেটে পড়ছেন অন্যান্য সাংসদরা।

এদিকে নেটমাধ্যমে এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড়। এক নেটিজেন লিখেছেন, ভারতের উপরাষ্ট্রপতিকে মিমিক্রি করা হচ্ছে। এর থেকে লজ্জার আর কী হতে পারে। কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় মিমিক্রি করছেন আর রাহুল গান্ধী তার ভিডিয়ো করছেন।

 

অপর একজন লিখেছেন জগদীপ ধনখড়কে একদম পছন্দ করে না তৃণমূল। কারণ একটা সময় তিনি ছিলেন বাংলার রাজ্যপাল। তখন থেকেই তৃণমূলের সঙ্গে তাঁর সম্পর্কের এই অবনতি।

অপর একজন লিখেছেন মুর্খো কা সর্দার ও নফরত কা দালাল এই ভিডিয়ো রেকর্ডিং করছেন।

তবে বাস্তবিকই জগদীপ ধনখড়ের সঙ্গে তৃণমূলের কোনওদিনই বিশেষ সখ্য়তা ছিল না। তিনি বাংলার রাজ্যপাল থাককালীন দিনের পর দিন তৃণমূলের আক্রমণের শিকার হতেন। সেই সময় কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় সহ একাধিক নেতৃত্ব তাঁর সম্পর্কে নানা কথা বলতেন। এবার সেই জগদীপ ধনখড়ই বর্তমানে রাজ্যসভার চেয়ারম্যান। তবে পার্লামেন্ট চত্বরে এভাবে একজন উপরাষ্ট্রপতি সম্পর্কে এই কুৎসিৎ অঙ্গভঙ্গি করা কতটা যুক্তিসংগত তা নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে।

এদিকে সংসদে এই ভিডিয়ো নিয়ে মুখ খোলেন জগদীপ ধনখড়। তিনি বলেন, আমি কৃষক ছিলাম। একজন এমপি, চেয়ারম্যানকে নকল করছেন। অপর মেম্বার ভিডিয়ো করছেন। ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো পোস্ট করছেন। আপনারা অপমান করেছেন। আমার কৃষক ব্যাকগ্রাউন্ডকে অপমান করেছেন আপনারা।