Shasank Singh: PBKS Forced To Take Unwanted Player At IPL 2024 Auction

দুবাই: নিলামের (IPL Auction) তখন একেবারে অন্তিম পর্ব। অকশনার নাম ডাকলেন, শশাঙ্ক সিংহ। ন্যূনতম দর ২০ লক্ষ টাকা। অবিক্রিত থেকে গেলেন। তার মিনিট পাঁচেকের মধ্যে নিলামে ফের এক শশাঙ্ক সিংহর নাম। ন্যূনতম দাম ২০ লক্ষ টাকা। অকশনার কি কোনও ভুল করলেন! বুঝে ওঠার আগেই প্যাডল তুলে দিলেন নেস ওয়াদিয়া-প্রীতি জিন্টারা। ২০ লক্ষ টাকাতেই শশাঙ্ক সিংহ বিক্রি হলেন পাঞ্জাব কিংসে। অকশনার হাতুড়ি মেরে সেটা ঘোষণাও করে দিলেন।

গোলমালের সূত্রপাত তার পরেই। পাঞ্জাব কিংসের অন্যতম মালিক নেস ওয়াদিয়া ইশারায় বোঝালেন, তাঁরা ওই ক্রিকেটারকে কিনতে চাননি। অসন্তোষ প্রকাশ করলেন প্রীতিও। এমনিতেই বহুদিন পর নেস-প্রীতিকে দেখা গেল এক ফ্রেমে। সঞ্জয় বাঙ্গারও অকশনারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করলেন মৌখিকভাবে। তবে অকশনার জানিয়ে দিলেন, তাঁর কিছু করার নেই। হাতুড়ি পড়ে যাওয়া মানে সিদ্ধান্ত পাকা। আর সেখান থেকে পিছু হাঁটার রাস্তা নেই। তারপরেও নেস-প্রীতি-সঞ্জয় বাঙ্গারদের গরগর করা চলল। প্রীতি তো এতটাই বিরক্ত হয়ে পড়লেন যে, জল দিতে আসা ওয়েটারকে পর্যন্ত সরিয়ে দিলেন!

সব মিলিয়ে বেনজির এক দৃশ্য দেখা গেল মঙ্গলবারের আইপিএল নিলামে। যেখানে ভুল করে শশাঙ্ক সিংহকে ২০ লক্ষ টাকায় কিনে ফেলল পাঞ্জাব কিংস। তৈরি হল আর এক ভুল বোঝাবুঝিও। নিলামে তার সামান্য আগেই নাম উঠেছিল বাংলার ক্রিকেটার শশাঙ্ক সিংহর। তিনি অবিক্রিত ছিলেন। খানিক পরেই ফের শশাঙ্ক সিংহ নাম ওঠায় অনেকেই ভেবেছিলেন যে, বাংলার ক্রিকেটারের নামই পুনরায় ঘোষণা করা হয়েছে। ২০ লক্ষ টাকায় পাঞ্জাব কিনতেই বাংলার শশাঙ্ককে তাঁর কোচ ফোন করে অভিনন্দন জানান। ফোন আসতে শুরু করে সাংবাদিকদেরও। যদিও এবিপি লাইভ বাংলাকে শশাঙ্ক জানান, পাঞ্জাব কিংস থেকে তাঁকে কিছু জানানো হয়নি। পরে জানা যায়, ভুল করে কেনা শশাঙ্ক সিংহ আদপে ছত্তীসগঢ়ের ক্রিকেটার। এর আগে দিল্লি ক্যাপিটালসের জার্সিতেও খেলেছেন।

যদিও সব মিলিয়ে পাঞ্জাব থিঙ্ক ট্যাঙ্কের অপেশাদারিত্বের ছবিই উঠে এসেছে। নিলামের সরাসরি সম্প্রচার করা হচ্ছিল যে ওটিটি প্ল্যাটফর্মে, সেখানে সঞ্চালক তো বলেই দেন, ‘হোমওয়ার্ক ছাড়াই নিলামের টেবিলে বসেছে পাঞ্জাব। অভূতপূর্ব ঘটনা।’

আরও পড়ুন: আইপিএল নিলামের সমস্ত আপডেট জানতে ক্লিক করুন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে