Wishing Parents for Happy New Year 2024: নিউ ইয়ারের রঙে রঙিন হোক বাবা-মায়ের জীবন! এই সুন্দর বার্তায় মন খুশি করুন তাঁদেরও

আর দিন কয়েক পরেই নিউ ইয়ার। নতুন বছর ভাল কাটুক বাড়ির গুরুজনদেরও।দীর্ঘায়ু হোক বাড়ির বড়রা। সুস্থ থাকুক আগামী দিনগুলো। নতুন এই বছরে বাড়ির বড়দেরকেও কিন্তু শুভেচ্ছা জানাতে হবে। বিশেষ বার্তায় দিয়ে আনন্দে ভরিয়ে দিতে হবে বাবা-মায়ের মন। আসুন জেনে নেওয়া যাক ২০২৪-এ কীভাবে শুভেচ্ছা জানাবেন বাবা-মাকে?

১) এভাবেই জীবনের প্রতিটা নতুন বছর কাটুক তোমাদের সঙ্গে। জীবনের শেষ দিন পর্যন্ত যেন তোমাদের পাই। শুভ ইংরেজি নববর্ষ বাবা-মা।

২) নতুন বছরের আলোর মতোই ঝলমলে হোক তোমাদের জীবন। জীবনের সব ইচ্ছে যেন পূরণ করতে পারি। তোমাদের মুখে ফোটাতে পারি হাসির ফুলঝুরি। হ্যাপি নিই ইয়ার মা-বাবা।

৩) যারা না থাকলে আমার জীবনটা এভাবে সেজে উঠতো না তাদের জানাই নিউ ইয়ারের প্রণাম। এভাবেই আরও আরও শাসন করতে থাকো আমাদের/আমাকে। হ্যাপি নিই ইয়ার ২০২৪।

৪) রঙিন ঝাড়বাতির মতোই রেঙে উঠুক তোমাদের জীবন। আরও অনেক ভাল থাকো তোমরা। শুভ নববর্ষ বাবা-মা।

৫) তোমরা না থাকলে এ জীবন, জীবন হতো না। হ্যাপি নিউ ইয়ার বাবা-মা। ভালো থেকে।

৬) ‘A mighty Happy New Year to my favorite people in the world! There hasn’t been anyone more supportive of me than my family members. I wish you the best this year.’

৭) ‘From the bottom of my heart, I wish the best for everyone. Wishing you all a prosperous and happy New Year.’

৮) ‘Wishing you a blessed New Year. There’s nobody who shines brighter than you, and I’m so thankful that we’re family.’

৯) ‘May this New Year be full of joy, happiness, and love. Sending my warm wishes to all my family members. Happy New Year’

১০)’You two deserve the best wishes, and I’m grateful to the Almighty for blessing me with you guys as my mom and dad. Happy New Year!’

১১) ‘You both are my life inspiration, encouraging me to lift up the life. Mom and Dad, you are the world’s best mom and dad. Happy New Year, dear parents!’