‘আপনার তো পায়ে আঘাত লেগেছিল, কেমন আছেন?‌’‌ মমতার স্বাস্থ্যের খোঁজ নিলেন মোদী

পঞ্চায়েত নির্বাচনের প্রচার হোক বা জেলা সফর—বারবারই নানা সময়ে পায়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী এসএসকেএম হাসপাতালে ভুল চিকিৎসা পর্যন্ত হয়েছিল তৃণমূল সুপ্রিমোর। কিন্তু তার পরও তাঁকে দমিয়ে রাখা যায়নি। লাগাতার কর্মসূচি, আন্দোলন থেকে নবান্নের কাজ করে যাচ্ছেন তিনি। এমনকী গরিব মানুষের টাকা পাইয়ে দিতে নয়াদিল্লিতে পর্যন্ত পৌঁছেছেন। আর বৈঠক করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। মুখোমুখি দেখা হতেই রাজনৈতিক সংঘাত সরিয়ে রেখে ‌চলল কুশল বিনিময়। বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হতেই তাঁর পা কেমন আছে জানতে চাইলেন প্রধানমন্ত্রী। উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি এখন অনেকটা ভাল আছেন বলে সূত্রের খবর।

এদিকে বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তাই সব রাজনৈতিক দলই প্রচারে নেমে পড়েছেন। সেখানে বঙ্গ–বিজেপির নেতারা রোজ মুখ্যমন্ত্রীকে গাল দেন। সেখানে সূত্রের খবর, মোদীর সঙ্গে মমতার দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই কুশল বিনিময় করেন। বাংলার মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খবরও নেন প্রধানমন্ত্রী। আজ, বুধবার সকালে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে হাজির ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়–সহ তৃণমূল কংগ্রেসের ১০জন সাংসদও। সেখানেই একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। সূত্রের খবর, বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, ‘দিদি আপনার পা কেমন আছে?’ যা এখন জোর চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে বঙ্গ–বিজেপি নেতাদের কাছে অস্বস্তি বেড়েছে বলে খবর। শুভেন্দু–সুকান্ত– দিলীপ সকাল–বিকেল গালিগালাজ করেন মুখ্যমন্ত্রীকে। সেখানে সর্বোচ্চ নেতৃত্ব কুশল বিনিময় করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বৈঠক কক্ষে পৌঁছনোর পরই ঘরে প্রবেশ করেন নরেন্দ্র মোদী। তার পরেই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার তো পায়ে আঘাত লেগেছিল। প্রায় দু’মাস হয়ে গেল। এখন সব ঠিক আছে তো।’ মুখ্যমন্ত্রী জবাবে জানান, এখন পায়ের অবস্থা আগের চেয়ে অনেক ভাল। প্রধানমন্ত্রীকে বলেন, ‘আপনিও সুস্থ থাকুন। ভাল থাকুন। এদিন প্রায় ২০ মিনিট ধরে বৈঠক চলে। বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তাঁর কথা মন দিয়ে শুনেছেন। কেন্দ্রের কাছে ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে তা উল্লেখ করা হয়েছে। কেন টাকা দেওয়া হচ্ছে না?‌ সেটা নিয়ে অফিসারদের বৈঠক হবে।

আরও পড়ুন:‌ আর হাতে বাকি ২০ দিন, নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইকে সময়সীমা স্মরণ কলকাতা হাইকোর্টের

এছাড়া একুশের নির্বাচনের আগে পায়ে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙা পায়েই প্রচারে নেমেছিলেন। পঞ্চায়েত নির্বাচনের প্রচার চলাকালীন হেলিকপ্টারে আবার পায়ে চোট লেগেছিল মুখ্যমন্ত্রীর। সেপ্টেম্বর মাসের স্পেন সফরে নতুন করে আঘাত পান পায়ে। দেশে ফিরে এসএসকেএম হাসপাতালে তাঁর পায়ে অস্ত্রোপচার হয়। প্রায় ১ মাস ঘরবন্দি ছিলেন তৃণমূল সুপ্রিমো। আর আজকের বৈঠকে পায়ের সেই চোট আঘাত সম্পর্কে জানতে চাইলেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে প্রধানমন্ত্রী আজ মুখ্যমন্ত্রীকে সংসদে নিজের দফতর ঘুরিয়ে দেখান বলেও খবর।