Chennai Super Kings: নিলাম থেকে প্রাপ্তি মিচেল, রবীন্দ্র, ষষ্ঠ আইপিএল খেতাব জয়ের লক্ষ্যে কতটা সফল হবে সিএসকে?

<p style="text-align: justify;"><strong>চেন্নাই:</strong> পাঁচবারের <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a> (IPL 2023) চ্য়াম্পিয়ন। টুর্নামেন্টের অন্য়তম সফল দল। গতবারের খেতাবজয়ী দল। প্রতিবারই দল গঠনের ক্ষেত্রে চমক রাখে চেন্নাই সুপার কিংস। এবারের নিলামেও নিজেদের ছাপ রাখল মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) দল। গতকাল নিলামের মঞ্চ থেকে ২ তারকা অলরাউন্ডার ডারিল মিচেল ও রাচিন রবীন্দ্রকে তুলে নিয়েছে তাঁরা। এছাড়াও তরুণ ভারতীয় ব্যাটার সমীর রিজভিকে ৮ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে সিএসকে। এছাড়া চেন্নাই শিবিরে ফিরেছেন ঘরের ছেলে শার্দুল ঠাকুর। <a title="কেকেআর" href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a>ে ছিলেন এই ভারতীয় পেসার। তাঁকে নিলাম থেকে ৪ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে সিএসকে। এছাড়াও বাংলাদেশের মুস্তাফিজুর রহমনকে ২ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে সিএসকে শিবির।&nbsp; কেমন হল নিলামের পর চেন্নাই সুপার কিংস দল, এক নজরে দেখে নেওয়া যাক -&nbsp;</p>
<p style="text-align: justify;"><strong>এক নজরে চেন্নাই সুপার কিংস দল</strong></p>
<p style="text-align: justify;">মহেন্দ্র সিংহ ধোনি, অজিঙ্ক রাহানে, দীপক চাহার, ডেভন কনওয়ে, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা, মঈন আলি, মুকেশ চৌধুরী, মিচেল স্যান্টনার, অজয় মণ্ডল, দীপক চাহার, নিশান্ত সিন্ধু, প্রশান্ত সোলাঙ্কি, রাজবর্ধন হাঙ্গারগেকর, রবীন্দ্র জাদেজা, ঋতুরাজ গায়কোয়াড়, শেখ রশিদ, শিবম দুবে, সিমরজিৎ সিং, তুষার দেশপাণ্ডে, ড্যারিল মিচেল (১৪ কোটি), সমীর রিজভী (৮ কোটি ৪০ লক্ষ), শার্দুল ঠাকুর (৪ কোটি), মুস্তাফিজুর রহমান (২ কোটি), রাচিন রবীন্দ্র (১ কোটি ৮০ লক্ষ), অবিনাশ আরাবেল্লী (২০ লক্ষ)।</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>