IPL Auction 2024: Royal Challengers Bangalore Full List Of Players After Auction RCB Details

মুম্বই: আইপিএলে (IPL) বরাবরের তারকাখচিত দল গড়েছে। কিন্তু ট্রফি ভাগ্য খোলেনি। অধিনায়ক বদলে বা কোচ পাল্টেও কপাল ফেরেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB)। অনেকে তো দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সঙ্গে তুলনা করে আরসিবিকে চোকার্স তকমাও দিয়ে দিয়েছে।

বিরাট কোহলি-ফাফ ডুপ্লেসিদের সামনে এবার জবাব দেওয়ার পালা। সমালোচনা দূর করার তাগিদ। আর সেটা করার জন্য দল গঠনে জোর দিয়েছিল আরসিবি শিবির। মিনি অকশন থেকে ৬ জন ক্রিকেটারকে কিনেছে আরসিবি। যাদের মধ্যে ৪ জন বোলার। একজন অলরাউন্ডার ও একজন স্পিনার। দলে ভারসাম্য বাড়ানোর কৌশল ছিল আরসিবির।

সেই স্ট্র্যাটেজিতে কতটা সফল হল কোহলিদের দল?

মঙ্গলবার মরুশহর দুবাইয়ের কোকা কোলা এরিনায় মিনি অকশনে জোরে বোলিং বিভাগের ধার বাড়িয়ে নিয়েছে আরসিবি। নিলাম থেকে নিউজ়িল্যান্ডের পেসার লকি ফার্গুসন ও ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফকে তুলে নেওয়া হয়েছে। সঙ্গে নেওয়া হয়েছে যশ দয়ালকে। সেই দয়াল, যিনি গত মরশুমে খেলেছেন গুজরাত টাইটান্সে। এবং যাঁকে গত আইপিএলে পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে নাটকীয়ভাবে ম্যাচ জিতিয়েছিলেন রিঙ্কু সিংহ। যে ম্যাচ রিঙ্কুকে দিয়েছিল প্রতিষ্ঠা। আর অভিশাপ বয়ে এনেছিল যশের কেরিয়ারে। গুজরাত শিবির থেকে জানানো হয়েছিল যে, ওই ম্যাচের পর ওজন কমে গিয়েছিল দয়ালের। তবু তাঁর দক্ষতায় আস্থা রেখেছে আরসিবি। ৫ কোটি টাকায় তাঁকে কিনেছে। 

তবে স্পিন বোলিং আক্রমণের ধার খুব একটা বাড়াতে পারেনি আরসিবি। শুধু স্বপ্নিল সিংহকে নিয়েছে। কর্ণ শর্মা ছাড়া আর কোনও স্পিনার নেই। গ্লেন ম্যাক্সওয়েল অনিয়মিত স্পিনার হিসাবে হাত ঘোরাবেন। কিন্তু কেকেআর যেখানে সুনীল নারাইন-বরুণ চক্রবর্তীকে খেলায়, দিল্লি শিবিরে আছেন কুলদীপ যাদব, রাজস্থানের হাতে যুজবেন্দ্র চাহাল, সিএসকে-র হাতে তিকশানার মতো স্পিনার, সেখানে আরসিবির ঘূর্ণিজাল নিয়ে প্রশ্ন থেকেই গেল।

ব্যাটার

ফাফ ডুপ্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, সুয়াশ প্রভুদেশাই, উইল জ্যাকস, রজত পাতিদার, দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত, সৌরভ চৌহান

অলরাউন্ডার

মনোজ ভান্ডাগে, মহীপাল লোমরর, ময়ঙ্ক ডাগর, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, টম কারান

বোলার

মহম্মদ সিরাজ়, রিস টপলি, বিশাখ বিজয়কুমার, আকাশ দীপ, হিমাংশু শর্মা, কর্ণ শর্মা, আলজারি জোসেফ, যশ দয়াল, লকি ফার্গুসন, স্বপ্নিল সিংহ

আরও পড়ুন: আইপিএল নিলামে রেকর্ডের দিন বাংলার প্রাপ্তির ভাঁড়ার শূন্য, দল পেলেন না কেউই

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে