Murshidabad: ভিডিয়ো তোলার নেশায় রেলব্রিজে, ট্রেনের ধাক্কায় মৃত্যু ৩ কিশোরের, আহত ২

স্কুল ছুটি। শীতের দুপুরে বেড়াতে বেরিয়ে রেল সেতুর ওপর ভিডিয়ো তুলতে গিয়ে মৃত্যু হল ৩ কিশোরের। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের আহিরণের ভাগীরথি হরিদাসী সেতুতে। দুর্ঘটনায় আহত হয়েছেন ২ জন। GRP দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।

জানা গিয়েছে, স্কুল ছুটি থাকায় বুধবার সুতির সাহাপাড়া এলাকা থেকে আহিরণের ভাগীরথি হরিদাসী সেতুতে বেড়াতে আসে নবম শ্রেণির ৫ পড়ুয়া। ফরাক্কা ফিডার ক্যানালের ওপর ওই সেতু দিয়ে গিয়েছে ৩৪ নম্বর জাতীয় সড়ক ও রেলপথ। কিছুক্ষণ ঘোরাঘুরির পর রাস্তা থেকে রেল ব্রিজে পৌঁছে যায় ৫ কিশোর। তার পর সেখানে ভিডিয়ো তুলতে মশগুল হয়ে পড়ে তারা। তখন ফরাক্কার দিক থেকে একটি মালগাড়ি এসে দ্রুতগতিতে ধাক্কা মারে। ইঞ্জিনের ধাক্কায় ছিটকে পড়েন প্রত্যেকে। তাদের মধ্যে আমাউল শেখ, সামিউল শেখ ও রিয়াজ শেখের ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর যায় ফরাক্কা জিআরপিতে খবর যায়। সেখান থেকে GRPর কর্মীরা এসে দেহ উদ্ধার করেন।

ঘটনায় কান্নার রোল উঠেছে সুতির সাহাপাড়ায়। নিহতদের পরিবারের সদস্যরা জানাচ্ছেন, জাতীয় সড়ক সাবধানে পার করতে ও রেল সেতুতে না উঠতে বারবার করে বলে দিয়েছিলেন বড়রা। কিন্তু ভিডিয়ো তোলার নেশাই কেড়ে নিল তিনটে তর তাজা প্রাণ।