Richest Woman of India: সম্পদ বৃদ্ধিতে আদানিকেও টপকে গেলেন দেশের ধনীতম মহিলা, কে তিনি?

ভারতের সবথেকে ধনী নারী কে জানেন? সাবিত্রী জিন্দল। তিনি বর্তমানে দেশের পঞ্চম ধনী ব্যক্তি। তবে বিগত ক্য়ালেন্ডার বছরে দেখা যাচ্ছে তাঁর মূল সম্পদের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে ৯.৬ বিলিয়ন বৃদ্ধি পেয়েছে তাঁর সম্পদ মানে ৭৯,৮৫০ কোটি। ব্লুমবার্গ বিলিয়োনারিজ ইনডেক্স অনুসারে এই তালিকার কথা উল্লেখ করেছে ইকোনমিক্স টাইমস।

এদিকে সব মিলিয়ে তাঁর সম্পদের পরিমাণ ২৫ বিলিয়ন মার্কিন ডলার। উইপ্রোর আজিজ প্রেমজীর সম্পদের পরিমাণ ২৪ বিলিয়ন ডলার। এদিকে এশিয়ানদের মধ্য়ে তাঁর সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রায় ৫ বিলিয়ন। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ ৯২.৩ বিলিয়ন।

সাবিত্রী জিন্দল আসলে কে?

তাঁর স্বামী ছিলেন ওপি জিন্দল। তিনি প্রয়াত হওয়ার পরে ওপি জিন্দল গ্রুপের হাল ধরেছিলেন তিনি। JSW Steel, Jindal Steel and Power, JSW Energy, JSW Saw, Jindal Stainless Steel, JSW Holdings।

এইচসিএলের শিব নাদর রয়েছেন দ্বিতীয় স্থানে। গত ক্য়ালেন্ডার ইয়ারে তাঁর সম্পদ বৃদ্ধির পরিমাণ ৮ বিলিয়ন মার্কিন ডলার। ডিএলএফের কেপি সিং ৭ বিলিয়ন ডলার অতিরিক্ত আয় করেছেন। কুমার মঙ্গলম বিড়লা, শাপুর মিস্ত্রি ৬.৩ বিলিয়ন করে বৃদ্ধি করেছেন। আর যাঁদের সম্পদ বৃদ্ধি হয়েছে তাঁরা হলেন দিলীপ সাংভি, রবি জয়পুরিয়া, এমপি লোধা, সুনীল মিত্তল।

এদিকে অন্যদের সম্পদ যখন বাড়ছে তখন পেছন দিকে হাঁটছেন উলটো পথে। আগে তাঁর সম্পদের পরিমাণ ছিল ৮৫.১ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে সেটা কমে গিয়ে হয়েছে ৩৫.৪ বিলিয়ন মার্কিন ডলার। তবে এতসব কিছুর পরেও আদানি অবশ্য় আম্বানির থেকে এগিয়ে রয়েছেন। তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন বলে খবর।