TMC MP Kalyan Banerjee: কল্যাণের বিরুদ্ধে মামলা দায়ের দিল্লি পুলিশের, তদন্ত শুরু

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করল দিল্লি পুলিশ। সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত খবর অনুযায়ী, গৌতম নামে এক আইনজীবী দিল্লি ডিফেন্স কলোনি থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

গৌতম তাঁর অভিযোগে, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে অপমান করার অভিযোগ করেছেন। তিনি তৃণমূল সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। দক্ষিণ দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার চন্দন চৌধুরীর জানিয়েছেন, এক আইনজীবীর অভিযোগ করছেন। যেহেতু বিষয়টি নয়াদিল্লি জেলার সঙ্গে সম্পর্কিত, তাই অভিযোগটি জেলা পুলিশের কাছে পাঠানো হয়েছে। স্টেশন ইনচার্জ জানাচ্ছেন, অভিযোগের ভিত্তিতে বিভিন্ন তথ্য-প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে।

আইন বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিষয়টি সংসদের বাইরে ঘটা অভিযোগের ভিত্তিতে হলেও অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব। তবে অভিযোগের ভিত্তিতে কোন ধারায় মামলা করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে।

সংসদের বাইরে বিক্ষোভ চলাকালীন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের অঙ্গভঙ্গী নকল করেন। সেই মুহূর্তে ছবি মোবাইল বন্দি করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই ঘটনার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংসদের এই আচারণকে হতাশজনক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। (পডুন। ‘আমি ২০ বছর ধরে অপমানিত হচ্ছি’! ধনখড়কে বললেন মোদী, ‘হতাশাজনক’, বললেন রাষ্ট্রপতি)

নিজের আচারণ প্রসঙ্গে কল্যাণ বলেন, ‘আমি কারও ভাবাবেগে আঘাত করতে চাইনি। মিমিক্রি একধরনের শিল্প। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই লোকসভায় মিমিক্রি করেছিলেন। আমি আপনাদের ভিডিয়োও দেখাতে পারি। ২০১৪ -২০১৯ সালের মধ্যে উনি লোকসভায় করেছিলেন। কিন্তু প্রত্যেকেই বিষয়টা হালকা চালে নিয়েছিলেন। কেউ যদি ব্যাপারটা সিরিয়াসলি নিয়ে নেন, তাহলে আমি অসহায়।’( আরও পড়ুন। ধনখড়কে নকলের শাস্তি? মমতা ‘বাদ’ দিতেই কল্যাণ বললেন ‘মোদীও সংসদে মিমিক্রি করেছেন’)