Vodafone ₹202 plan: ভোডাফোনে এবার ১৩টি OTT সাবস্ক্রিপশন! কত টাকার প্ল্যানে এই সুবিধা? জেনে নিন

জিও, এয়ারটেলের পর এবার ভোডাফোন আইডিয়া। ২০২ টাকা দামের একটি নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করল Vodafone Idea বা Vi। এই নয়া প্ল্যানটি টেলিকম অপারেটরের মোবাইল অ্যাপে তালিকাভুক্ত করা হয়েছে। গ্রাহকদের বিনোদনমূলক কিছু সুবিধা দিতেই প্ল্যানটি আনা হয়েছে। তবে এই রিচার্জে ভয়েস কলিং বা এসএমএস করার সুবিধা নেই। Vi Movies এবং TV Pro এর সাবস্ক্রিপশন এতে পাওয়া যাচ্ছে। এই রিচার্জ করলে একাধিক জনপ্রিয় ওটিটি অ্যাপের কনটেন্ট দেখতে পাবেন গ্রাহকরা। তাই এটিকে এন্টারটেইনমেন্ট অ্যাড-অন প্ল্যান বললেও ভুল বলা হবে না।

(আরও পড়ুন: আপনার মগজাস্ত্রে কি হার মানবে এই ধাঁধা? দেখুন তো এই ৫টি সমস্যার সমাধান করে)

কী কী সুবিধা পাবেন গ্রাহকরা

  • নয়া রিচার্জ প্ল্যানে গ্রাহকদের ৩০ দিনের জন্য ভিআই মুভিস এবং টিভি প্রো অ্যাপের সাবস্ক্রিপশন অফার দেওয়া হচ্ছে । এর মাধ্যমে গ্রাহকরা ১৩টির জনপ্রিয় ওটিটি অ্যাপ সাবস্ক্রিপশন পাবেন।
  • প্যাকেজটিতে – ডিজনি + হটস্টার (Disney+ Hotstar), সনিলিভ (SonyLiv), সাননেক্সট (SunNXT), ইয়াপ টিভি (Yupp TV), সিমারো মি (Shemaroo Mе), হাঙ্গামা (Hungama) এবং ডিসকভারি (Discovery) ইত্যাদি স্ট্রিমিং প্ল্যাটফর্ম থাকছে।
  • মনে রাখা দরকার, ২০২ টাকার এই রিচার্জ প্ল্যানের কোনও সার্ভিস ভ্যালিডিটি নেই। তাই এটি কেনার জন্য গ্রাহকদের কাছে একটি বেস প্ল্যান থাকা আবশ্যক। সেই বেস প্ল্যানের মেয়াদ পেরিয়ে গেলে এই প্ল্যানের বৈধতাও শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে আবার বেস প্ল্যান রিচার্জ করতে হবে।

(আরও পড়ুন: এক সময়ে দুই অফিসে কাজ করেন, বছর গেলে কোটি টাকা আয়, বড় জাদু দেখাচ্ছেন এই তরুণ)

এয়ারটেল, জিও-এর পর ভোডাফোন

এর আগে টেলিকম সংস্থা জিও (Jio) জিওটিভি প্রিমিয়াম এনেছিল বাজারে। তাতেও বেশ কয়েকটি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন ছিল। তবে তার সঙ্গেই থাকছে ফোন ও এসএমএস-এর প্যাকেজ। অন্যদিকে, এয়ারটেল (Airtel)-ও নিয়ে এসেছে এক্সস্ট্রিম প্লে অ্যাপ। এবার তাদের টক্কর দিতেই ভোডাফোন আইডিয়া বা Vi নিয়ে এল নতুন এন্টারটেনমেন্ট অ্যাড-অন প্ল্যান।

তিনরকম সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে আসছে জিও। দামের হেরফের সেখানে অনেকটাই। ৩৯৮ টাকার পরের প্ল্যান পাওয়া যাবে ১১৯৮ ও ৪৪৯৮ টাকায়। ১৫ ডিসেম্বর থেকেই এই প্ল্যানগুলি সাবস্ক্রাইব করা যাবে। মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক প্যাকেজ হিসেবে থাকছে এই প্ল্যানগুলি। একটা ১৪৮ টাকার ডেটা অ্যাড-অন থাকছে। এর মধ্যে ৩৯৮ টাকার অফার ২৮ দিনের জন্য বৈধ।  এতে রোজ ২ জিবি ডেটা, ১০০ এসএমএস ও আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি থাকছে ১২ টি ওটিটি প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন।