গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২০ হাজার, নিখোঁজ বহু

গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ২০ হাজার ছাড়িয়েছে বলে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস বুধবার জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ৮ হাজার শিশু এবং ৬ হাজার ২০০ নারী রয়েছেন।

পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু ও সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজায় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই হওয়া বাস্তুচ্যুতদের ১৫ শতাংশ কোনো না কোনোভাবে শারীরিক প্রতিবন্ধী। যুদ্ধের কারণে আহত হয়েও অনেকের অঙ্গহানির মতো ঘটনা ঘটেছে।

গত ৭ অক্টোবর, ইসরায়েলে হামাসের নজিরবিহীন অভিযানের পর থেকেই গাজায় চলছে ভয়াবহ আগ্রাসন। মাঝে মিসরের মধ্যস্থতায় বন্দি বিনিময়ের শর্তে এক সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল।