মেসির সঙ্গে মাতিয়েছেন নীল-সাদা জার্সি, ছুরির কোপে হাসপাতালে আর্জেন্টাইন তারকা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীর্ঘদিন পর খবরে এজেকুয়েল লাভেজি (Ezequiel Lavezzi)। প্রাক্তন আর্জেন্টাইন তারকা ফুটবলারের এই মুহর্তে উরুগুয়ের স্য়ান্টারিয়ো কান্তেগ্রিল হাসপাতালে (Sanatorio Cantegril hospital) চিকিৎসাধীন। ছুরি দিয়ে কোপানো হয়েছে লাভেজিকে! ফুটবলারের পেটে ফুটো হয়ে গিয়েছে। চির ধরেছে কলারবোনে! এতটাই ভংয়কর আঘাত পেয়ছেন লিয়োনেল মেসির (Lionel Messi) সঙ্গে এক সময়ে নীল-সাদা জার্সি মাতানো উইঙ্গার। স্থানীয় পুলিসের রিপোর্ট, লাভেজি পরিবারের সঙ্গেই পার্টিতে ছিলেন। ভোর পাঁচটা নাগাদ তাঁর উপর হামলা চালানো হয়েছে। 

আরও পড়ুন: IPL Auction 2024: কলকাতায় দ্বিতীয় ধোনিকে পেলেন সৌরভ! দিতে রাজি ছিলেন ১০ কোটিও, কে এই তরুণ তুর্কী?

পুলিস জানিয়েছে যে, কীভাবে লাভেজি এই আঘাত পেয়েছেন, তা এখনও অজ্ঞাত। মনে করা হচ্ছে পার্টিতেই পরিবারের কারোর সঙ্গে তিনি বিবাদে জড়িয়ে পড়েন। সেখানেই তিনি আক্রান্ত হয়েছেন। ফলে লাভেজির পরিবারের লোকজনই, পুলিসের প্রাথমিক সন্দেহভাজনের তালিকায়। তবে পুলিস কিন্তু ছুরির কোপ বলে নিশ্চিত করতে পারছে না। আর্জেন্টিনার একাধিক মিডিয়ার রিপোর্ট যে, লাভেজিকে ছুরি দিয়েই কোপানো হয়েছে। নাপোলি-পিএসজি-র মতো ক্লাবে খেলা লাভেজি দেশের জার্সিতে ২০০৭-২০১৬ পর্যন্ত খেলেছেন। তাঁর এই মর্মান্তিক পরিণতিতে ফুটবলমহলের অনেকেই এখন চিন্তায়।

মাঠে পরিশ্রমী খেলোয়াড় হিসেবেই পরিচিত ছিলেন লাভেজি। তাঁর ফুটবল শৈলীতে মিশেছিল কৌশল, সৃজনশীলতা এবং ড্রিবলিং ক্ষমতা। তাঁকে সাধারণত উইঙ্গার হিসেবেই পাওয়া গিয়েছে। তবে সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও ব্যবহার করা হয়েছে। মাঝে মাঝে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবেও তিনি খেলেছেন।

আরও পড়ুন: Rohit Sharma: প্রীতি না কাব্য, কে মরিয়া অধিনায়কের জন্য? এই চার শহরে ‘মোস্ট ওয়ান্টেড’ রোহিত!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)