সাভারে মীনা বাজারের ৩৩তম আউটলেট উদ্বোধন

ঢাকার সাভার বাজার বাসসট্যান্ডে ৩৩তম আউটলেট চালু করেছে সুপার শপ ব্র্যান্ড মীনা বাজার। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সাভার বাজার বাসসট্যান্ডের দিলখুশাবাগের ক্যাপ্টেন সামাদ টাওয়ারে ২ হাজার ৮০০ স্কয়ার ফিট জায়গা নিয়ে আউটলেটটি যাত্রা শুরু করলো। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এটি উদ্বোধন করেন এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের চেয়ারম্যান এনামুর রহমান, মীনা বাজার আউটলেটের ইনভেস্টর ও বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ খান এবং মীনা বাজারের এক্সপ্যানশন, ব্র্যান্ড অ্যান্ড অনলাইন সিওও আহমেদ শোয়েব ইকবাল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেমকন গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান মীনা বাজার ২০০২ সাল থেকে প্রায় সহস্রাধিক গুণগতমানের পণ্য সরবরাহের মাধ্যমে উন্নতমানের গ্রাহকসেবা নিশ্চিত করে আসছে। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহসহ ৩৩টি আউটলেট থেকে গ্রাহকরা মীনা বাজারের নিরবচ্ছিন্ন সেবা উপভোগ করছেন। সাভার বাজারের আউটলেটটিও তার ব্যতিক্রম হবে না। নিত্যপ্রয়োজনীয় সব গ্রোসারি পণ্য এখন খুব সহজে একই ছাদের নিচে সাশ্রয়ীমূল্যে উপভোগ করবেন স্থানীয় ক্রেতারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মীনা বাজারের নতুন এই আউটলেটটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার সেরা দাম নিশ্চিতের পদক্ষেপ নিয়েছে। সাভার বাজার ও তার আশেপাশের এলাকার গ্রাহকরা মীনা বাজারের হটলাইন নম্বরে ফোন করে অর্ডার করলেই এই আউটলেট থেকে হোম ডেলিভারি সুবিধা পাবেন। এছাড়া গ্রাহকরা meenabazaronline.com-এর মাধ্যমে অনলাইন শপিং করতে পারেন। গ্রাহকরা তাদের প্রশ্ন এবং প্রতিক্রিয়া জানাতে সুপারশপটির কল সেন্টারের সুবিধা পেয়ে থাকেন।