Cash for Job: নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলরকে তলব EDর, এড়ালেন হাজিরা

নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির তলব এড়ালেন জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ কাউন্সিলর পার্থ সরকার ওরফে ভজা। বুধবার তাঁকে বিধাননগরের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছিল। ইডি সূত্রে খবর, হাজিরা দেওয়ার জন্য ৫ দিন সময় চেয়েছেন পার্থবাবু। এই নিয়ে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ দ্বিতীয় কোনও কাউন্সিলরকে তলব করল ইডি।

প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে জিজ্ঞাসাবাদের জন্য পার্থ সরকারকে তলব করা হয়েছিল বলে ইডি সূত্রে খবর। ইডির তদন্তকারীরা জানাচ্ছেন, নিয়োগ দুর্নীতির টাকা কুন্তল ঘোষের থেকে পার্থ সরকারের মাধ্যমে পৌঁছেছে মন্ত্রীর কাছে। এব্যাপারে কুন্তল ও তাপস মণ্ডলকে জেরায় গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে জানা গিয়েছে। পার্থ সরকারকে তাঁর ব্যাঙ্ক লেনদেনের তথ্য আনতে বলেছে ইডি।

সূত্রের খবর, ইডিকে পার্খবাবু জানিয়েছেন, যে সব নথি চাওয়া হয়েছে তা বর্তমানে তাঁর কাছে নেই। নথি জোগাড় কয়েকদিন সময় দরকার। তাই বুধবার হাজিরা দেবেন না তিনি।

এর আগে নিয়োগ দুর্নীতিতে পার্থ ঘনিষ্ঠ তৃণমূল সাংসদ বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়কে জেরা করেছিলেন ইডির গোয়েন্দারা। তার পর আরও ১ তৃণমূল কাউন্সিলর ইডির নজরে। ইডি সূত্রে জানা গিয়েছে, ফের পার্থ সরকারকে তলব করবে ইডি।