Cyber crime prevention: সাইবার প্রতারণা রুখতে একেবারে নতুন পদক্ষেপ, প্রতারকের ফোন বিকল করে দেবে পুলিশ

বর্তমান সময়ে অনলাইনে প্রতারণা বহুগুণে বেড়েছে। এই প্রতারণার ফাঁদে পা দিয়ে প্রচুর টাকা খোয়াচ্ছেন মানুষজন। তাই এনিয়ে নিয়মিত সচেতনতা চালাচ্ছে পুলিশ। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি বিভিন্নভাবে পুলিশের তরফে সচেতনতার অভিযান চালানো হচ্ছে। তা সত্ত্বেও প্রায়ই ঘটছে সাইবার প্রতারণা। এবার সাইবার অপরাধীদের ঠেকাতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ। সে ক্ষেত্রে সাইবার অপরাধীদের মোবাইল বিকল করে দেওয়ার ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ।

আরও পড়ুন: মহাকুমা শাসকের নামে ১২টি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট, সতর্ক করলেন আধিকারিক

সাধারণত সাইবার প্রতারকদের সিম ব্লক না বিকল করে দেওয়ার ব্যবস্থা আগে থেকেই  ছিল লালবাজারের। আর এবার বিশেষ প্রযুক্তি ব্যবহার করে সাইবার অপরাধীদের আইএমইআই নম্বর ব্লক করে দেবে কলকাতা পুলিশ। আর এর ফলে তাদের মোবাইল বিকল হয়ে যাবে। তারফলে সাইবার অপরাধের প্রবণতা অনেকটাই কমবে বলে মনে করছে পুলিশ। এর জন্য সাইবার সেল এবং প্রতিটি ডিভিশনকে প্রত্যেক মাসে লালবাজারের রিপোর্ট পাঠাতে হবে। 

সাধারণত কখনও নামি কোম্পানির প্রতিনিধি পরিচয় দিয়ে, বা ব্যাঙ্কের ম্যানেজার পরিচয় দিয়ে অথবা অন্যান্য পরিচয় দিয়ে প্রায়ই নানাভাবে প্রতারণা করে থাকে সাইবার অপরাধীরা। সেক্ষেত্রে অভিযোগ পাওয়ার পর প্রথমে লালবাজারে পক্ষ থেকে সিম বন্ধ করে দেওয়া হয়। দ্রুত অভিযোগ পেলে পুলিশ সাইবার অপরাধীদের হাতিয়ে নেওয়া টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা করে। আর আইএমইআই ব্লক করে দেওয়া হলে সেক্ষেত্রে এই প্রবণতা আরও কমবে বলে মনে করা হচ্ছে। 

উল্লেখ্য, অপরাধ সম্পর্কিত কেন্দ্রীয় পোর্টালে আইএমইআই নম্বর ব্লক করে দেওয়া করা হচ্ছে। সেই সূত্রে কলকাতা পুলিশ সাইবার প্রতারণার সঙ্গে যুক্তদের আইএমইআই নম্বর ব্লক করে দেবে। কলকাতা পুলিশের সাইবার সেল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে ৪০টি মোবাইলের নম্বর এবং আইএমইআই নম্বর ব্লক করে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়াও যে সমস্ত মিউল অ্যাকাউন্ট রয়েছে সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে কলকাতা পুলিশ। সাধারণত অন্যদের নথি নিয়ে এই সমস্ত অ্যাকাউন্টগুলি খোলা হয়ে থাকে। সেক্ষেত্রে অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে কলকাতা পুলিশ। লালবাজারের তরফে জানানো হয়েছে , কোনও নাগরিকের কোনও অভিযোগ থাকলে তা সাইবার সেলকে জানাতে পারবেন। সেইমতো ব্যবস্থা নেবে কলকাতা পুলিশের সাইবার বিভাগ।