Dhoni’s Internet-breaking Reply To Fan’s ‘join RCB’ Request How’ll CSK Feel Know In Details

দুবাই : শিকে ছেঁড়েনি একবারও। অবশ্য তাতে জনৈক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ভক্ত বদলে ফেলেননি দল। বরং নিলামের পরে ভক্তদের সঙ্গে মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) আলাপচারিতায় যোগ দিতে এলে দিয়ে ফেললেন বড়সড় প্রস্তাব। ট্রফি জেতার জন্য দলে তাঁকে দরকার জানিয়ে সাফ মাহিকে আরসিবিতে যোগ দিন না বলে প্রস্তাব দিলেন এক ভক্ত। আর যা উত্তরে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) দলনায়ক যা বললেন, তা আপাতত ভাইরাল সোশাল মাধ্যমে। 

গত আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল সিএসকে। যদিও নতুন মরশুমের জন্য নিলামে দলকে আরও খানিকটা শক্তপোক্ত করেছে তাঁরা। রাচিন রবীন্দ্র, ডারিল মিচেল, শার্দুল ঠাকুর, মুস্তাফিজুর রহমান থেকে সমীর রিজভির মতো ক্রিকেটারকে দলে নিয়েছে ধোনির নেতৃত্বাধীন ফ্র্যাঞ্চাইজি। এর মাঝেই আলাপচারিতায় এক ভক্ত ধোনিকে বলেন, ‘১৬ বছর ধরে আরসিবি ভক্ত, আপনি দলে আসুন না, তাহলে একবার অন্তত ট্রফি জেতা হবে’। স্বাভাবিকভাবেই জনৈক ভক্তের ধোনিকে হঠাৎ এমন প্রস্তাবে তৈরি হয় প্রবল কৌতুহল। 

যার খানিক পরেই চেনা মেজাজে ধোনি বলতে শুরু করেন, ‘ক্রিকেটে দুর্ভাগ্য হচ্ছে, সবসময় সবকিছু পরিকল্পনা মতো হয় না। আরসিবি খুবই ভাল দল। শুধু ব্যাঙ্গালোরই নয়, আইপিএলের ১০ দলই কিন্তু চোট-আঘাতে না ভুগলে অত্যন্ত শক্তিশালী দল। সবাই ভাল পারফর্ম করার ক্ষমতা রাখে।’ যার পরই সিএসকে-কে পাঁচবার আইপিএল ও দুবার চ্যাম্পিয়ন্স ট্রফি টি২০ জেতানো অধিনায়ক হাসিমুখে জোড়েন, ‘এর বাইরে আর কিছু বলতে পারব না। কারণ, এর বেশি বললে বুঝতেই পারছো আমার দল ও আমাদের দলের ভক্তদের ওপর কী প্রভাব পড়তে পারে।’ ধোনির যে মন্তব্যের শেষেই সেই আলাপচারিতায় উপস্থিত চেন্নাইয়ের ভক্তরা আনন্দে-ভালবাসায় ‘ধোনি…ধোনি’ জয়ধ্বনিও দেন।

২০০৮ সালে চেন্নাই সুপার কিংসে নাম লিখিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। নিলামে মুম্বই ইন্ডিয়ান্সকে টেক্কা দিয়ে তাঁকে ছিনিয়ে নিয়েছিল সিএসকে। সেই শুরু। মাঝে চেন্নাইয়ের দু’বছর নির্বাসনের সময় মাহির রাইজিং পুণে সুপারজায়ান্টসের জার্সিতে খেলা। তার বাইরে, ধোনির আইপিএল কেরিয়ার মানেই চেন্নাইয়ের হলুদ জার্সি। মাহি যেখানে রজনীকান্তের মতোই সুপারস্টার। সিএসকে ভক্তদের কাছে তিনি ‘থালাইভা’। ভক্তরা যেভাবে তাঁকে ভালবাসেন, তার জেরে চেন্নাইয়ের ভক্তদের জন্যও তাঁর কতটা আনুগত্য-আবেগ, সেটাই যেন আরসিবি ভক্তের দলবদলের আবদারে তাঁকে নাকচ করে বুঝিয়ে দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। 

আরও পড়ুন- আইপিএলে মরশুমে ভিত্তিতে সবথেকে বেশি নিলাম-দর কোন ক্রিকেটারদের ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।