Indian Railway: প্রত্যেক RAC যাত্রী পাবেন বেডরোল, ট্রেনে উঠেই টেনশনের দিন শেষ, বড় সিদ্ধান্ত রেলের

ওয়েটিংয়ের পরে আসে আরএসি। আর সেই আরএসিতে যাওয়া যে কতটা কষ্টকর তা যাদের অভিজ্ঞতা আছে তাঁরাই জানেন। এসি কামরায় সাইড লোয়ারে সাধারণত আরএসি হয়। একই সিটে দুজনের বসার ব্যবস্থা। মানে আসনের একদিকে এক যাত্রী আর অপরদিকে অপর যাত্রী। তবে এবার আরএসি থাকা যাত্রীদের জন্য় কিছুটা হলেও স্বস্তির খবর।

এসি কামরায় যাদের আরএসি থাকবে তারা দুজনেই বেডরোল পাবেন। মানে একটি বেড রোল নিয়ে দুজনকে আর টানাহেঁচড়া করতে হবে না। এসি চেয়ারকার ছাড়া সমস্ত এসি কামরায় আরএসসিতেও সকলেই বেড রোল পাবেন।

এটা কিছুটা হলেও স্বস্তি দেবে যাত্রীদের। কারণ আরএসিতে থাকা যাত্রীরাও তাঁদের ভাড়ার সঙ্গেই বেড রোল বাবদ চার্জটাও দিয়ে থাকেন। কিন্তু সেটা অনেক সময়ই প্রয়োগ করা হত না। বহু ক্ষেত্রে দেখা যেত আরএসিতে টিকিট কিন্তু বেড রোল জুটল না কপালে। এনিয়ে যাত্রীদের মধ্য়ে ক্ষোভ ক্রমেই ছড়াচ্ছিল। সেই পরিস্থিতিতে এবার বড় সিদ্ধান্ত নিল রেল।

এবার আইআরসিটিসিকে বলে দিয়েছে রেলবোর্ড যে আরএসিতে থাকা যাত্রীরাও যাতে বেড রোল পান সেটা নিশ্চিত করতে হবে। সেই সমস্ত ভারতীয় রেলের সমস্ত শাখায় এনিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে। তার জেরে শীতের রাতে আর কম্বল না থাকা, বালিশ না থাকা নিয়ে অভিযোগ করতে হবে না।

এবার কম্বল, বালিশ, বিছানার চাদর, তোয়ালে সবগুলিই পাবেন আরএসিতে থাকা যাত্রীরাও। এতে কিছুটা হলেও স্বস্তি পাবেন তাঁরা।

আসলে একেবারে সিট না পাওয়ার চেয়ে অন্তত একটা আসনে দুজন বসে যাওয়ার মতো ব্যবস্থা এই আরএসি আসনে। তবে কেউ যদি আসন বাতিল করেন সেই জায়গায় আসন কনফার্ম হয়ে যেতে পারে। এনিয়ে কার্যত হাপিত্যেশ করে বসে থাকেন যাত্রীরা। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আরএসি আসন কিছুতেই পুরোপুরি কনফার্ম হয় না। বাধ্য় হয়ে সারারাত ওইভাবে কাটাতে হয়। তবে এবার অন্তত বেড রোলটা জুটবে। এটাই আশার কথা।