Justice Abhijit Ganguly: ‘সরি বলতে পারব না…আপনারা আমার ভাই,’ ক্ষুব্ধ আইনজীবীদের বার্তা বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাস বয়কটের ডাক দিয়েছিলের আইনজীবীরা। কলকাতা হাইকোর্টের এক আইনজীবীর কোট ও গাউন খুলিয়ে তিনি শেরিফের হাতে দিয়েছিলেন। এরপরই আইনজীবীদের একাংশ ক্ষুব্ধ হয়ে তাঁর এজলাস বয়কটের ডাক দেন। তবে গোটা ঘটনায় বিচারপতি শেষ পর্যন্ত সরি বলেন কি না সেটা নিয়ে জোর চর্চা চলেছে।

আসলে সোমবার দুপুরে এক আইনজীবীকে সিভিল প্রিজনে রাখার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। একটা মামলার শুনানি চলাকালীন তিনি এই নির্দেশ দিয়েছিলেন। এই ঘটনার পরে তাঁর বিরুদ্ধে আইনজীবীদের একাংশ কার্যত একজোট হয়ে যান। কেন ওই আইনজীবীকে এই ধরনের নির্দেশ দেওয়া হল তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। এমনকী বিচারপতি গঙ্গোপাধ্য়ায় ক্ষমা না চাইলে তাঁরা এজলাস বয়কটের অবস্থান থেকে সরবেন না বলেও জানিয়ে দেন।

এদিকে মঙ্গলবার ও বুধবার ছুটিতে ছিলেন বিচারপতি। এরপর বৃহস্পতিবার তিনি এজলাসে আসেন। আর সেখানে এসেই তিনি জানিয়ে দেন, তিনি ২ নম্বর বারে তিনি যাবেন। কিন্তু সরি বলতে তিনি রাজি নন। কার্যত ওই ঘটনার জেরে দুঃখপ্রকাশের রাস্তায় তিনি হাঁটতে চান না। তবে ভুল বোঝাবুঝি যাতে না থাকে সেটা নিশ্চিত করতে চান।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ বিচারপতি এজলাসে এসেছিলেন। এদিকে বিচারপতি এজলাসে এলেও দেখা যায় অধিকাংশ আইনজীবীরাই আসতে চাইছেন না। তবে কিছু আইনজীবী এদিন মামলা লড়ার জন্য় এসেছিলেন বলে খবর। এদিকে এভাবে আইনজীবীদের একাংশের অনুপস্থিতিকে ঘিরে নানা প্রশ্ন উঠতে থাকে। হাইকোর্টের অন্দরেও নানা কানাঘুষো চলতে থাকে।

তবে এদিন এজলাসের বাইরে আইনজীবীরা স্লোগান দিয়েছেন বা কোনওরকম চিৎকার চেঁচামেচি করেছেন এমনটা হয়নি।

তবে বিচারপতি গঙ্গোপাধ্য়ায় অবশ্য জানিয়ে দেন, আপনারা সবাই আমার ভাই। কোনও যাতে ভুল বোঝাবুঝি না থাকে সেটাই চাই। কিন্তু সেই সঙ্গেই তিনি জানিয়ে দেন ক্ষমা তিনি চাইবেন না। সরি তিনি বলবেন না। তবে শেষ পর্যন্ত এই টানাপোড়েন জল কোন দিকে গড়ায় সেটাই দেখার।