Salt Lake House Rent: সল্টলেকে বাড়ি ভাড়া দেওয়ার নিয়ম আরও সহজ হল

সল্টলেকে বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নবান্ন। পুরনো নিয়ম বদলে নতুন নিয়মে আরও সহজ হল বাড়ি ভাড়া পাওয়া। ‘নন রেসিডেন্সিয়াল’ জমিতে গড়ে ওঠা বাড়িতে সেখানে ভাড়া বসানোর ক্ষেত্রে অনুমতির পদ্ধতি অনেকটাই শিথিল করবে নবান্ন।

বিধাননগর এলাকায় বাড়ি ভাড়ার জন্য পুর ও নগরোন্নয়ন দফতর থেকে অনুমতি নিতে হয়। আগে অনুমতির জন্য আবেদন করে এক মাসের বেশি সময় অপেক্ষা করতে হতো। সেই সময়সীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।

নতুন নিয়ম কী?

যাঁকে বাড়ি ভাড়া দেওয়া হবে তার সিআইএন, চুক্তিপত্র,পরিচয়পত্র এবং ১৫ হাজার টাকা জমা দিতে হবে। নথি যদি ঠিক থাকে তবে তাঁকে প্রভিশনার পারমিশন বা শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হবে। তিন তা বৈধ থাকবে। এর মধ্যে স্থায়ী অনুমতি নিতে হবে।

(পডুন। গড়চুমুক মিনি জু’র বন্যপ্রাণীদের দত্তক নেওয়া যাবে, বিশেষ উদ্যোগ চিড়িয়াখানার)

কোন শর্তে মিলবে অনুমতি?

শর্তের মধ্যে রয়েছে, কোন কাজে বাড়িটি ভাড়া নেওয়া হচ্ছে তা চুক্তিতে উল্লেখ করতে হবে। সেই কাজের বাইরে অন্য কাজ করা যাবে না। তথ্য-প্রযুক্তির কাজের জন্য ভাড়া নেওয়া হলে তথ্য-প্রযুক্তি দফতর থেকে অনুমতি নিতে হবে।

অস্থায়ী অনুমতি পাওয়ার ৯০ দিনের মধ্যে স্থায়ী অনুমতি নিতে হবে। কিন্তু না নিলে ৩০ দিনের মধ্যে বাড়ি খালি করে দিতে হবে।