ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান ঢাকার আ.লীগ প্রার্থীদের

নির্বাচনি প্রচারণায় ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানাচ্ছেন ঢাকায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা। একইসঙ্গে নিজ নিজ নির্বাচনি এলাকার উন্নয়নের ভূমিকা রাখার প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা।

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমান এফ রহমান সকালে তার নির্বাচনি এলাকা নবাবগঞ্জে প্রচারণায় অংশ নিয়েছেন। প্রচারণায় অংশ নিয়ে তিনি বলেন, সারাবিশ্ব এ নির্বাচনের দিকে তাকিয়ে। সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সব প্রশাসনকে নির্দেশ দিয়েছে। সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন। সেখানে তিনি বলেন, আপনারা আমাকে পাশে পাবেন। আপনজনের মতো পাশে থাকবো। আমি আপনাদের এলাকার সেবক হিসেবে কাজ করতে চাই। সেজন্য আপনাদের সহযোগিতা চাই। আমি জানি আমার এলাকার মানুষের কী সমস্যা। সেই সমস্যাগুলো সমাধান করবো। ঢাকা-৮ স্মার্ট এলাকায় পরিণত হবে।

ভাষানটেক ১নং বস্তিতে নির্বাচনি প্রচারণা চালান ঢাকা-১৭ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত। তিনি বলেন, ঢাকা ১৭ আসনে নৌকার প্রচুর ভোটার রয়েছে। সব ভোটারকে আমরা কেন্দ্রে আনতে পারলে নৌকার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।