Kolkata cyber police: ফের সাফল্য, দেশের ‘সেরা সাইবার কপ’ পুরস্কার জিতলেন কলকাতা পুলিশের শুক্লা

আবারও কলকাতা পুলিশের মুকুটে নয়া পালক। দেশের সাইবার গোয়েন্দাদের মধ্যে সেরা পুরস্কার জিতে নিলেন কলকাতা পুলিশের এক আধিকারিক। ‘সেরা সাইবার কপ’ পুরস্কার জিতেছেন লালবাজারের সাইবার থানার ইন্সপেক্টর শুক্লা সিংহ রায়। তেলেঙ্গানার ১ অফিসারের সঙ্গে যৌথভাবে এই পুরস্কার জিতেছেন তিনি। এর জন্য কলকাতা পুলিশের তরফে ইন্সপেক্টরকে শুভেচ্ছা জানানো হয়েছে।

আরও পড়ুন: সাইবার প্রতারণা রুখতে একেবারে নতুন পদক্ষেপ, প্রতারকের ফোন বিকল করে দেবে পুলিশ

ডেটা সিকিউরিটি কাউন্সিল অফ ইন্ডিয়া (ডিএসসিআই) এবং ন্যাসকম (এনএএসএসসিওএম) এই পুরস্কারের জন্য কলকাতা পুলিশের এই ইন্সপেক্টরের নাম বেছে নেয়। প্রতিবছর এই দুই সংস্থার উদ্যোগে বার্ষিক সাইবার নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত। দেশের সমস্ত তদন্তকারী সংস্থার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিচারকরা সেরা সাইবার কপ হিসাবে মনোনীত করেছেন কলকাতা পুলিশের ইন্সপেক্টর শুক্লা সিনহা রায়কে। কলকাতা পুলিশের ফেসবুক পেজে এই প্রাপ্তির বিষয়টি শেয়ার করে শুভেচ্ছা জানানো হয়েছে। প্রসঙ্গত, এই প্রথম নয় কলকাতা পুলিশের সাইবার শাখা এর আগেও এই দুই সংস্থার কাছ থেকে একাধিক পুরস্কার জিতেছে। ২০১৭ সালে এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছিল কলকাতা পুলিশের সাইবার শাখা। এছাড়া, ২০২০ সালে ‘ইন্ডিয়া সাইবার কপ অফ ইয়ার’‌ পুরস্কারে ভূষিত হয়েছিলেন কলকাতা সাইবার পুলিশের একজন ইন্সপেক্টর। সাধারণত সাইবার নিরাপত্তা সংক্রান্ত একটি সর্বভারতীয় সেমিনারে এই পুরস্কারটি দেওয়া হয়। সেই সময় দেশের বিভিন্ন প্রান্তের সাইবার পুলিশের আধিকারিকরা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকেন।

সর্বভারতীয় ক্ষেত্রে সব রাজ্যের সাইবার সেলের প্রতিনিধিদের নিয়ে ওই সেমিনারের আয়োজন করা হয়। পুলিশের বক্তব্য, এই জাতীয় স্বীকৃতি সহকর্মী এবং অন্যান্য পুলিশ কর্মীদের কঠোর পরিশ্রম করতে অনুপ্রেরণা জোগাবে। প্রসঙ্গত, কলকাতা পুলিশের সাইবার শাখা খুবই সক্রিয়। সাম্প্রতিক সময়ে সাইবার প্রতারণা বাড়ছে। তাই মানুষকে সচেতন করতে প্রতিনিয়ত প্রচার চালাচ্ছে কলকাতা পুলিশ। সোশ্যাল মিডিয়া তো বটেই এমনকী পড়ুয়াদের মধ্যেও সাইবার ক্রাইম সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কলকাতা পুলিশ। এর পাশাপাশি সাইবার প্রতারণা রুখতেও একাধিক পদক্ষেপ করেছে পুলিশ।