Manoj Sinha: ‘কাশ্মীর বাংলার চেয়ে নিরাপদ’, বললেন ভূস্বর্গের লেফ্টন্যান্ট গভর্নর, পাল্টা তৃণমূল বলল ‘চেয়ারের অপব্যবহার…’

জম্মু ও কাশ্মীরের লেফ্টন্যান্ট গভর্নর এবার তোপ দাগলেন বাংলার তৃণমূল সরকারের দিকে। জম্মু ও কাশ্মীরের লেফ্টন্যান্ট গভর্নর মনোজ সিনহা নিরাপত্তা ইস্যুতে কার্যত মমতা সরকারকে একহাত নিয়েছেন। তৃণমূলকে তোপ দেগে তিনি দাবি করেছেন, জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা পশ্চিমবঙ্গের থেকে ভালো।

কাশ্মীরের পুঞ্চ জেলায় সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে চার সেনা নিহত এবং তিনজন আহত হওয়ার একদিন পর তার মন্তব্য আসে। গতকাল বিকেলে রাজৌরির পুঞ্চ অঞ্চলের ডেরা কি গালির মধ্য দিয়ে যাওয়া দুটি সেনা কনভয়ে সন্ত্রাসবাদীরা গুলি চালানোর পর সংঘর্ষ শুরু হয়। উল্লেখ্য, দিল্লিতে যেখানে বিরোধীরা সংসদে ক্যানিস্টার হামলা নিয়ে সরব, সেখানে কাশ্মীরে নতুন করে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় স্বভাবতই প্রশ্ন উঠছে নানান ইস্যু ঘিরে। ভূস্বর্গের নিরাপত্তা এই মুহূর্তে কেমন? তা নিয়েও সরগরম হচ্ছে রাজনৈতিক মহলের আলোচনা। এই পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের লেফ্টন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেন, ওই হামলা ‘একটি দুর্ভাগ্যজনক ঘটনা।’ তিনি বলেন, ‘আমাদের প্রতিবেশী এমন অসৎ উদ্দেশ্যমূলক কাজ করে। সেখানে সন্ত্রাসবাদ শেষ নিঃশ্বাস নিচ্ছে এবং আমরা সন্ত্রাসবাদ এবং এর ইকোসিস্টেমকে শেষ করার জন্য একটি সুপরিকল্পিত কৌশল নিয়ে কাজ করছি। আমি আশা করছি আপনি শীঘ্রই এর ফলাফল দেখতে পাবেন’। এরই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গের মমতা সরকারকে তাক করে বলেন,’ পশ্চিমবঙ্গের চেয়ে কাশ্মীরের নিরাপত্তা ভালো’। এদিকে তৃণমূলের তরফে কুণাল ঘোষ বলেন, ‘গভর্নরের চেয়ারের অপব্যবহার না করে সংশ্লিষ্ট ব্যক্তির উচিত জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গে পরামর্শ করা। তিনি পুলওয়ামা এবং জম্মু ও কাশ্মীর সম্পর্কিত আরও কিছু তথ্য পাবেন’।

( Plane Crash survivors: মৃত্যু যেন কান ঘেষে বেরিয়ে গেল! একই দিনে আলাদা বিমানে সওয়ার যুগল বেঁচে ফিরলেন দুর্ঘটনা থেকে)

কুণাল ঘোষ এদিন কাশ্মীরের গভর্নরকে তোপ দেগে বলেন, ‘ কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী বাংলা সবচেয়ে নিরাপদ। কলকাতা সবচেয়ে নিরাপদ শহর এবং বাংলা সবচেয়ে নিরাপদ রাজ্য। উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে মহিলাদের বিরুদ্ধে দুর্ভাগ্যজনক ঘটনা, পরিকল্পিত ঘটনা ঘটছে। তাই বিজেপি ক্যাডারের মতো তার চেয়ারের অপব্যবহার করা উচিত নয়।’ উল্লেখ্য, ক্যালক্যাটা চেম্বার অফ কমার্সে বক্তব্য রাখার সময় লেফ্টন্যান্ট গভর্নর বলেন, ‘আমি আপনাকে আশ্বস্ত করতে পারি জম্মু ও কাশ্মীরে একটি ভাল জলবায়ু (বিনিয়োগের) রয়েছে। আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না। কিন্তু আপনি যদি সেখানে আসেন, আপনি নিজেই এটি অনুভব করবেন এবং আমার চেয়ে জোরে বলবেন।’