BAN vs NZ: সিরিজ আগেই খোয়াতে হয়েছিল, কিউয়িদের বিরুদ্ধে নিয়মরক্ষার ওয়ান ডে ম্য়াচে জয় টাইগারদের

<p><strong>নেপিয়ার:</strong> সিরিজ আগেই খোয়াতে হয়েছিল। শেষ ওয়ান ডে ম্য়াচ ছিল নিয়মরক্ষার ও হোয়াইটওয়াশ থেকে নিজেদের বাঁচানোর। অবশেষে শেষ ম্য়াচ জয় ছিনিয়ে নিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁদের ঘরের মাঠে ওয়ান ডে সিরিজে ২-১ ব্যবধানে হারতে হল টাইগারদের। শেষ ম্য়াচে বাংলাদেশের জয়ের নায়ক তিন বোলার। তানজিম হাসান শাকিব, শরিফুল ইসলাম ও সৌম্য সরকার। তিনজনই ৩টি করে উইকেট তুলে নেন।&nbsp;</p>
<p>এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে কিউয়িরা। ৩১.৪ ওভারে মাত্র ৯৮ রান করে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। কিউয়ি ব্যাটারদের মধ্যে উইল ইয়ং ২৬ রন করেন। অধিনায়ক টম ল্যাথাম ২১ রানের ইনিংস খেলেন। এছাড়া জস ক্লার্কসন ও আদিত্য অশোর ২ অঙ্কের ঘরে পৌঁছেছিলেন। কিন্তু বাকিরা কেউই সেভাবে রান পাননি। বাংলাদেশের বোলারদের মধ্য়ে শরিফুল, শাকিব ও সৌম্য ৩টি করে উইকেট পান। মুস্তাফিজুর ১টি উইকেট নেন।&nbsp;</p>
<p>জবাবে রান তাড়া করতে নেমে মাত্র ১৫.১ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলাদেশ। অধিয়াক শান্ত ৫১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। আনামুল হক ৩৭ রান করেন।&nbsp;</p>
<p><strong>আফগানিস্তান সিরিজে কি নেই সূর্যকুমার?</strong></p>
<p>গোড়ালির চোটে কাবু সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। দক্ষিণ আফ্রিকা সফর শেষ হওয়ার পরই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ১১ জানুয়ারি থেকে শুরু হবে যে সিরিজ। সেই সিরিজে হয়তো দেখা যাবে না স্কাইকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ খেলার সময়ই গোড়ালিতে চোট পান সূর্যকুমার। প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তিনি এমনিতেই খেলেননি। আফগানদের বিরুদ্ধেও তিনি খেলতে পারবেন না বলেই ধরে নিচ্ছেন সকলে।</p>
<p>জোহানেসবার্গে ম্যাচে ফিল্ডিং করার সময় গোড়ালি মচকে যায় সূর্যর। যন্ত্রণায় তিনি এমনই কাতর ছিলেন যে, কার্যত দু’জনের কাঁধে ঘর করে ঝুলে ঝুলে মাঠ ছেড়ে বেরতে হয়। পা ফেলতেই পারছিলেন না তিনি। সম্ভবত গোড়ালির লিগামেন্ট ছিঁড়েছে মুম্বইয়ের ক্রিকেটারের। সেরে উঠতে ছয় সপ্তাহ সময় লাগতে পারে স্কাইয়ের।</p>
<p>বোর্ডের এক কর্তা সংবাদসংস্থাকে বলেছেন, ‘সূর্যকুমার বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়েছিল। সেখানে মেডিক্যাল সায়েন্স টিম ওকে চোটের জন্য মাঠের বাইরে থাকতে হবে বলেই জানিয়েছে। তিন সপ্তাহের মধ্যে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের সিরিজ শুরু হবে। সেই সিরিজে সূর্য খেলতে পারবে না। টেস্ট দলে ও হয়তো থাকবে না। ফেব্রুয়ারিতে মুম্বইয়ের হয়ে রঞ্জি ম্যাচে মাঠে ফিরতে পারে সূর্যকুমার।'</p>
<div class="section uk-padding-small uk-flex uk-flex-center uk-flex-middle">
<div class="uk-text-center">
<div id="div-gpt-ad-6601185-5" class="ad-slot" data-google-query-id="COGR3Z_ipIMDFdTEcwEd0UUKQQ">&nbsp;</div>
</div>
</div>