INDW Vs AUSW: Harmanpreet Kaur’s Late Show Puts India Team On Driver’s Seat Vs Australia Women At The End Of Day 3

মুম্বই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (INDW vs AUSW) একমাত্র টেস্টের তৃতীয় দিনের শেষেও ম্যাচের রাশ ভারতের হাতেই। দিনের শেষে ভারতের থেকে ৪৬ রানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। এদিন শুরুতে ভারতীয় দল প্রথম ইনিংসে ৪০৬ রানে অল আউট হয়ে যাওয়ার পর, দিনশেষে অস্ট্রেলিয়ার স্কোর পাঁচ উইকেটে ২৩৩ রান। শেষবেলায় সেট থালিয়া ম্যাকগ্রা ও অজ়ি অধিনায়ক অ্যালিসা হিলির উইকেট নেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। দুই তারকাকে যথাক্রমে ৭৩ ও ৩২ রানে আউট হন।

এদিন ক্রিজে ব্যাট করতে নেমেছিল গতকাল অর্ধশতরান হাঁকানো দীপ্তি শর্মা ও তাঁর সঙ্গী পূজা ভাস্ত্রাকার। এদিন যদিও বেশিদূর এগোতে পারেননি ২ জনের কেউই। দীপ্তি গতকালের তাঁর রানের সঙ্গে মাত্র ৮ রান যোগ করেই প্যাভিলিয়নে ফেরেন। অন্যদিকে পূজা গতকাল ৩৩ রানে অপরাজিত ছিলেন। এদিন তিন রানের জন্য় নিজের অর্ধশতরান মিস করেন এই অলরাউন্ডার। রেনুকা সিংহ ৮ রান করেন। এদিন মাত্র ৩০ রান যোগ করতেই অল আউট হয়ে যায় ভারত। ৪০৬ রান শেষ হয় ভারতের প্রথম ইনিংস। ১৮৭ রানের লিড নিয়ে নেয় ভারতীয় মহিলা ক্রিকেট দল।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বেথ মুনি ও লিচফিল্ড এদিন প্রথম ওপেনিং জুটিতে ৪৯ রান বোর্ডে যোগ করেন। আগের ইনিংসে লিচফিল্ড খাতা খোলার আগেই ফিরে গিয়েছিলেন প্যাভিলিয়নে। এদিন যদিও ১৮ রানের ইনিংস খেলেন তিনি। বেথ মুনি দ্রুততার সঙ্গে রান তুলছিলেন বোর্ডে। তবে ৩৭ বলে ৩৩ রানের ইনিংস খেলেই প্যাভিলিয়নে ফেরেন রান আউট হয়ে। দুরন্ত ফিল্ডিংয়ের উদাহরণ দেন শিলিগুড়ির রিচা ঘোষ। 

তবে এরপর এলিস পেরি এবং থালিয়া অস্ট্রেলিয়ার হয়ে লড়াইটা শুরু করেন। দুইজনে তৃতীয় উইকেটে ৮৪ রান যোগ করেন। গুরুত্বপূর্ণ সেই পার্টনারশিপ ভাঙেন স্নেহ রানা। ৪৫ রানে সাজঘরে ফিরতে হয় পেরিকে। তবে থালিয়া ক্রিজে টিকে থাকেন। তাঁকে অধিনায়ক হিলি যোগ্য সঙ্গ দেন। থালিয়া নিজের তৃতীয় টেস্ট অর্ধশতরান পূরণ করেন। তিন উইকেট হারিয়েই দু’শো রানের গণ্ডিও পার করে অস্ট্রেলিয়া। তবে দিনের শেষবেলায় দুই তারকাকেই ফিরিয়ে ভারতকে ম্যাচে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: আইপিএল ২০২৪ খেলতে পারবেন না হার্দিক পাণ্ড্য?