Organisational Changes in Congress: উত্তরপ্রদেশের দায়িত্ব থেকে রেহাই প্রিয়াঙ্কার, কোন রাজ্যের দায়িত্বে দীপা দাসমুন্সি?

সামনেই ২০২৪ এর লোকসভা নির্বাচন। তার আগে রাজনৈতিক দলগুলি তাদের মতো করে ঘর গোছাতে শুরু করেছে। ২৩ ডিসেম্বর দলের সাংগঠিনক দায়িত্ব সম্পর্কিত ব্যাপারে নতুন একটা তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। সেখানে উত্তরপ্রদেশে এআইসিসির ইন চার্জ পদ থেকে রেহাই দেওয়া হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে। এনিয়ে কংগ্রেসের অন্দরে ইতিমধ্য়েই চর্চা হচ্ছে।

সেই সঙ্গেই ছত্তিশগড় কংগ্রেসের ইনচার্জ হিসাবে সচিন পাইলটকে নিযুক্ত করেছে কংগ্রেস। রমেশ ছেন্নিথালাকে মহারাষ্ট্র কংগ্রেসের ইনচার্জ হিসাবে নিয়োগ করা হয়েছে।

কংগ্রেসের তরফে এনিয়ে একটা প্রেস রিলিজ ইস্যু করা হয়েছে। সেখানে বলা হয়েছে, গুজরাটে দলের দায়িত্ব দেওয়া হয়েছে মুকুল ওয়াসনিককে। জিতেন্দ্র সিং অসম ও মধ্য়প্রদেশে দলের দায়িত্বে থাকবেন।

কর্ণাটকের দায়িত্বে রয়েছেন রণদীপ সিং সূর্যওয়ালা। দিল্লি আর হরিয়াণার দায়িত্বে রয়েছেন দীপক বাবারিয়া। উত্তরপ্রদেশে অবিনাশ পাণ্ডেকে দায়িত্ব দেওয়া হচ্ছে। উত্তরাখণ্ডে কংগ্রেসের সংগঠনের দায়িত্বে থাকবেন কুমারী শৈলজা আর বাংলা- ঝাড়খণ্ডের কংগ্রেসের দায়িত্ব বর্তাচ্ছে জিএ মীরের উপর।

অন্যদিকে প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সির পত্নী দীপা দাসমুন্সি কেরল, লক্ষদ্বীপ ও তেলেঙ্গানার দায়িত্বে থাকবেন। অন্যদিকে জয়রাম রমেশ পারস্পরিক যোগাযোগের দায়িত্বে থাকবেন।

রমেশ চেন্নিথালা থাকছেন মহারাষ্ট্রের দায়িত্বে, মোহন প্রকাশ থাকছেন বিহারের দায়িত্বে, মেঘালয়, মিজোরাম ও অরুণাচলের দায়িত্বে থাকছেন ডাঃ চেল্লাকুমার।

ওড়িশা, তামিলনাড়ু ও পুদুচেরির দায়িত্বে থাকবেন ডাঃ অজয় কুমার। জম্মু ও কাশ্মীরের দায়িত্বে থাকছেন ভরত সিং সোলাঙ্কি, হিমাচল প্রদেশ ও চন্ডীগড়ের দায়িত্বে থাকছেন রাজীব শুক্লা, সুখজিন্দর সিং রানাধাওয়া রাজস্থানের দায়িত্বে থাকবেন। দেবেন্দ্র যাদব থাকবেন পঞ্জাবের দায়িত্বে, মানিকরাও ঠাকরে গোয়ার দায়িত্বে, দমন দিউ, নগর হাভেলির দায়িত্বে।