Rose Valley: কাগজপত্র রেডি রাখুন, চিটফাণ্ডে জমা রাখা টাকা ফেরত পাবেন নতুন বছরেই, আবেদন করবেন করবেন কোথায়?

নতুন বছর অনেকের জন্যই সুখবর বয়ে আনে। এবার নতুন বছর সুখবর বয়ে আনছে রোজভ্য়ালির আমানতকারীদের জন্য। যে সমস্ত আমানতকারীরা রোজভ্যালিতে টাকা রেখে তা আর ফেরত পাননি তাঁরা এবার টাকা ফেরৎ পেতে পারেন। আগামী নতুন বছর থেকেই এনিয়ে তৎপরতা শুরু হবে বলে খবর। এনিয়ে নির্দিষ্ট ওয়েবসাইট করা হচ্ছে। 

সেই ওয়েবসাইটে টাকা ফেরত না পাওয়া আমানতকারীরা আবেদন করতে পারেন। সেখানে সমস্ত তথ্য় প্রমাণ দিয়ে আবেদন করতে হবে। আর সেই আবেদনের সঙ্গে আপনার টাকার সাপেক্ষে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। সেই নথি পত্র যাচাই করার পর যদি বোঝা যায় যে আপনিই প্রকৃত আমানতকারী তবে আপনি টাকা ফেরত পেতে পারেন।

যাদের জমা রাখা টাকার অঙ্কের পরিমাণ ৫ হাজার টাকার মধ্য়ে তাঁরা প্রথমেই টাকা ফেরত পেতে পারেন। পরের ধাপে অন্যান্য আমানতকারীরা টাকা ফেরৎ পাবেন।  তবে প্রমাণ হিসাবে আপনাকে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।

সূত্রের খবর একেবারে আদালতের নির্দেশেই টাকা ফেরৎ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তার পরই ওয়েবসাইট তৈরির কাজ শুরু হয়। এই ওয়েবসাইটেই প্রয়োজনীয় বিষয়গুলি সংযুক্ত করতে হবে। তারপরই টাকা ফেরৎ পাওয়ার ক্ষেত্রে আপনি কিছুটা এগোবেন। একটি সংস্থা এই ওয়েবসাইট তৈরির কাজ করছে। মোটামুটি জানুয়ারির প্রথম সপ্তাহে এই ওয়েবসাইট তৈরির কাজ শেষ হবে। এরপর থেকে আবেদন করা যেতে পারে।

রোজভ্য়ালিতে গচ্ছিত রাখা টাকা, রোজ ভ্য়ালির যে কোম্পানিগুলি বর্তমানে চলছে সেখানকার লভ্য়াংশ, রোজভ্য়ালির সম্পত্তি সবটাই রয়েছে বিশেষ তত্ত্ববধানে। হাইকোর্ট যে কমিশন তৈরি করেছিল তারা একটি এডিসি তৈরি করেছিল। সেই এডিসি আবার রোজভ্য়ালির সম্পত্তিগুলি দেখাশোনা করে। প্রায় ২ হাজার ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। রোজভ্য়ালির নগদ রয়েছে প্রায় ৮০০ কোটি। আর রোজভ্য়ালির মোট আমানতকারীর সংখ্য়া প্রায় ৬০ লাখ। তাঁদের মোট আমানতের পরিমাণ প্রায় ৩ হাজার কোটির কাছাকাছি। সেক্ষেত্রে এবার টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হলে হাসি ফুটবে অনেকের মুখেই।