Sports Highlights: Know Latest Updates Of Teams Players Matches And Other Highlights 23rd December

কলকাতা: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ় থেকে চোটের কারণে ছিটকে গেলেন রুতুরাজ গায়কোয়াড়। বদলে সুযোগ পেলেন বাংলার অভিমন্য়ু ঈশ্বরণ। এক নজরে খেলার সব খবর।

ছিটকে গেলেন রুতুরাজ

চোটের জন্য দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিরুদ্ধে টেস্ট সিরিজ (Test Series) থেকে ছিটকে গিয়েছেন রতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)।  এদিন বিসিসিআইয়ের তরফ থেকে সরকারি বিবৃতিতে তা জানিয়ে দেওয়া হল। এমনকী রুতুরাজের পরিবর্ত হিসেবে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ যে ভারতীয় দলে ঢুকে পড়লেন অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করার সময় চোর পেয়েছিলেন রুতুরাজ। আঙুলের সেই চোটই কাল হল তাঁর। আপাতত বেঙ্গালুরুর এনসিএতে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন তিনি। 

সরে দাঁড়ালেন ঈশান

আঙুলের চোটের জন্য দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রতুরাজ গায়কোয়াড। গোড়ালির চোটের কারণে আসন্ন সিরিজে খেলবেন না মহম্মদ শামি (Mohammed Shami)। এবার দক্ষিণ আফ্রিকা (South Africa) থেকে দেশে ফিরে সিদ্ধান্ত নিলেন ঈশান কিষাণ (Ishan Kishan)।  মানসিক স্বাস্থ্য, আর সেই ইস্যুকে প্রাধান্য দিতেই  এবার টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়ালেন  এই তরুণ উইকেটকিপার ব্যাটার। 

বোর্ডের তরফ থেকে অফিশিয়াল বিবৃতিতে কিছু জানানো না হলেও  সূত্রের খবর,  টানা আন্তর্জাতিক ক্রিকেটের ক্রীড়া সূচি ও  সফর করার ফলে এই মুহূর্তে ক্রিকেট থেকে কিছুটা সময় বিরতি নিতে চাইছেন ঈশান কিষাণ।  নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন, “ঈশান টিম ম্যানেজমেন্টকে এই বিষয় জানিয়েছে।  ও মানসিক স্বাস্থ্যকে প্রাধান্য দিতে চায়। এই মুহূর্তে ক্রিকেট থেকে কিছু সময় বিরোতি চাইছে ও।  আমরা ওর  সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছি।”

মোহনবাগানের হার

ঘরের মাঠে এফসি গোয়াকে হারাতে পারলেই লিগ শীর্ষে পৌঁছে যেত মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। কিন্তু শেষ পর্যন্ত তিন পয়েন্ট তো দূর, এক পয়েন্টও জুটল না ভাগ্যে। গত ম্যাচে মুম্বই সিটির কাছে হারের পর এবার ঘরের মাঠে এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে হারতে হল মোহনবাগানকে। তাও আবার ৪-১ বিরাট ব্যবধানে। জোড়া গোল করেন মার্কিন মিডফিল্ডার নোয়া সাদাউই। এ ছাড়াও স্প্যানিশ মিডফিল্ডার ভিক্টর রদ্রিগেজ ও পরিবর্ত স্প্যানিশ ফরোয়ার্ড কার্লোস মার্তিনেজ দু’জনেই পেনাল্টি থেকে গোল করে দলকে তিন পয়েন্ট এনে দেন। এই জয়ের ফলে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষেই রইল এফসি গোয়া।   

এ দিন প্রথমার্ধেই তিন গোল খেয়ে যায় মোহনবাগান। ২০২১-এর ১ ডিসেম্বরের পর এই প্রথম চার গোল হজম করতে হল সবুজ মেরুনকে। প্রথমার্ধের স্টপেজ টাইমে দুর্দান্ত ও মাপা ফ্রি কিকে একটি গোল শোধ করেন দিমিত্রি পেত্রাতোস। কিন্তু এর বেশি কিছু করতে পারেনি সবুজ-মেরুন শিবির। ম্যাচের শেষ দিকে ম্যাচের দ্বিতীয় পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়িয়ে নেন কার্লোস মার্তিনেজ। আইএসএলে ঘরের মাঠে এটিই মোহনবাগানের সবচেয়ে বড় ব্যবধানে হার। 

প্রোটিয়া তারকার অবসর

ভারতের বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে (International Cricket) বিদায় জানাতে চলেছেন ডিন এলগার (Dean Elgar)। দেশের জার্সিতে ৮০টি টেস্ট খেলেছেন এই তারকা ওপেনার। ঝুলিতে পুরেছেন মোট ৫ হাজার রান। মোট ১৭ বার টেস্টে প্রোটিয়া শিবিরকে নেতৃত্ব দিয়েছেন। ২০২১-২২ মরসুমে বিরাট কোহলির নেতৃত্বে শেষবার যখন ভারতীয় দল টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় (South Africa) এসেছিল, সেবার ডিন এলগারের নেতৃত্বেই টেস্ট সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলা প্রথম টেস্টে অবশ্য ওপেনার হিসেবেই শুধু মাঠে নামবেন ৩৬ বছরের এই বর্ষীয়ান ব্যাটার। 

এক বিবৃতিতে এলগার জানিয়েছেন, ”সব ভালো জিনিসেরই একটা শেষ থাকে। ক্রিকেটের ক্ষেত্রেও ব্যাপারটা একই। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজই আমার জীবনের শেষ খেলা হবে। আমি এই বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এই খেলা আমাকে অনেককিছু দিয়েছে। এরপর আমি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলব না। কেপটাউন আমার খুবই প্রিয় স্টেডিয়াম। কারণ এখানেই আমি আমার প্রথম রানটি করেছিলাম এবং শেষ রানটি এখানেই করব।”

রোনাল্ডোর নয়া নজির

শুক্রবার আল ইত্তিফাকের বিরুদ্ধে দুরন্ত জয় পায় আল নাসর (Al Nassr)। ম্যাচের ৭৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নতুন মাইলফলক স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ৩০ বছর বয়সের গণ্ডি পার করার পর গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ৫০০-র গণ্ডি পার করে ফেললেন রোনাল্ডো। রোনাল্ডো বাদেও অ্যালেক্স টেলেস ও মার্সেলো ব্রজোভিচ আল নাসরের হয়ে গোল করেন। তাঁরা ৩-১ জয় পায়।

ফের একসঙ্গে মেসি-সুয়ারেজ

বার্সেলোনার হয়ে তাঁরা এক সময় একসঙ্গে ফুটবলবিশ্ব শাসন করেছেন। সেই তারকাজুটিকে ফের একবার একসঙ্গে মাঠে নামতে দেখা যাবে। ফের একসঙ্গে একই ক্লাবের হয়ে খেলবেন লুইস সুয়ারেজ (Luis Suarez) এবং লিওনেল মেসি (Lionel Messi)। জল্পনা ছিলই। সেই জল্পনা মতোই মার্কিন মুলুকের ক্লাব ইন্টার মায়ামিতে (Inter Miami) যোগ দিলেন লুইস সুয়ারেজ। এক বছরের চুক্তিতে এমএলএসের ক্লাবে সই করলেন উরুগুয়ান তারকা স্ট্রাইকার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: লড়াইটা শুধু মাঠে, কোহলির সঙ্গে সম্পর্কের সমীকরণ প্রসঙ্গে দাবি গম্ভীরের