SSC Scam: কী লুকানোর চেষ্টা করছেন? এবার SSCকে সেই একই প্রশ্ন করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু

নিয়োগ দুর্নীতির মামলার শুনানিতে যে প্রশ্ন করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি অমৃতা সিনহা, সেই একই প্রশ্ন করলেন বিচারপতি বিশ্বজিৎ বসুও। নথি জাল করে চাকরি মামলায় SSCর কে ভর্ৎসনা করে বললেন, কী লুকানোর চেষ্টা করছেন আপনারা? একই সঙ্গে দুর্নীতি করে স্ত্রীকে চাকরি পাইয়ে দেওয়ায় SSCর পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান সিরাজউদ্দিকে ২৪ ঘণ্টার মধ্যে জেরা করতে হবে বলে CIDকে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

সিরাজউদ্দিনের বিরুদ্ধে স্ত্রী জাসমিনাকে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগের অভিযোগ উঠেছে। সেই মামলার শুনানিতে এদিন বিচারপতি বসু বলেন, সব জেনেও পর্ষদ চুপ করে বসে ছিল কেন? পাশ না করে, নিয়োগপ্রক্রিয়ায় অংশ না নিয়ে কী করে একজন চাকরি পেলেন? কী লুকাতে চাইছেন আপনারা? বিচারপতির ভর্ৎসনার মুখে ভুল স্বীকার করে নেন পর্ষদের আইনজীবী। এর পর বিচারপতি বলেন, অভিযুক্তের আর পর্ষদের পদে থাকার অধিকার নেই। সরকারের তাঁকে অপসারণ করা উচিত।

এখানেই শেষ নয়। সিআইডি তদন্তে অসন্তোষ প্রকাশ করে বিচারপতি বলেন, এটা কোনও ছেলেখেলা নয়। আপনাদের পদক্ষেপ করা উচিত ছিল। আজই ওই চেয়ারম্যানকে ডেকে জেরা করুন। মামলার আগামী শুনানির দিন সিআইডিকে তদন্তে অগ্রগতি নিয়ে নিয়ে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। মামলার পরবর্তী শুনানি ২২ জানুয়ারি।

বলে রাখি, মুর্শিদাবাদের গোঠা হাইস্কুলে নথি জাল করে নিয়োগের মামলার তদন্তের ভার সিআইডিকে দিয়েছিল আদালত। তদন্তে নেমে এই ধরণের আরও বেআইনি নিয়োগের সন্ধান পান তদন্তকারীরা। জানা যায় মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে স্ত্রী জাসমিনা খাতুনকে নিয়োগ করেছেন SSCর পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান সিরাজউদ্দিন।