কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ট্রেন সফরে হয়েছিল কথা… সদ্য স্কুল পড়ুয়ার জন্য ল্যাপটপ ‘গিফ্ট’ পাঠালেন তিনি! কী ঘটেছিল?

চতুর্থ শ্রেণির এক পড়ুয়া হাতে পেল ল্যাপটপ। এই ল্যাপটপ আবার ‘স্পেশ্যাল গিফ্ট’! আর এই স্পেশ্যাল গিফ্ট যে সে কেউ দেননি। স্বয়ং দিল্লি থেকে কেন্দ্রীয় মন্ত্রী পাঠিয়েছেন। কেরলের চতুর্থ শ্রেণির পড়ুয়া শ্রীরামের কাছে যেন এই সমস্ত মুহূর্ত একেবারে স্বপ্নময় অবস্থার মতো ছিল।

মন ছুঁয়ে নেওয়া এক সময়। চতুর্থ শ্রেণির এক পড়ুয়া হাতে পেল ল্যাপটপ। একটি স্পেশ্যাল গিফ্ট। যা পাঠিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি, ইলেকট্রনিক্স মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। প্রশ্ন উঠছে, কেরলের এই ছোট্ট পড়ুয়াকে হঠাৎ কোন কারণে এমন উপহার পাঠিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী? রয়েছে তারও উত্তর। ঘটনা বলতে গেলে যেতে হবে ফ্ল্যাশব্যাকে। ছোট্ট শ্রীরাম যাচ্ছিল কন্নুরে। চেপে ছিল বন্দে ভারত ট্রেনে। ট্রেনে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। বেশ কিছুক্ষণ ছোট্ট শ্রীরামের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর কথা বার্তা হয়। শ্রীরামের কথায় চন্দ্রশেখর এতটাই ইমপ্রেস হয়ে যান, যে তিনি মনে করেন ছোট্ট শ্রীরামকে ওই উপহার দেওয়া প্রয়োজন। উপহার মানে ল্যাপটপ। ট্রেন সফরে শ্রীরামকে একটি বিষয়ে আশ্বাস দেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানান, ভবিষ্য়তে শ্রীরামকে তিনি একটি কম্পিউটার টেকনোলজি পার্কে নিয়ে যাবেন। ওদিকে, যে অনুষ্ঠানে শ্রীরামকে ওই ল্যাপটপ প্রদান করা হয়েছে, সেই অনুষ্ঠান কেন আয়োজন হয়েছিল, তার নিশ্চিত তথ্য হিন্দুস্তান টাইমস বাংলার হাতে আসেনি। তবে জানা গিয়েছে, যাঁরা শ্রীরামের হাতে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের তরফে পাঠানো ল্যাপটপ তুলে দেন তাঁরা ছিলেন ভলেন্টিয়ার। তাঁরা সকলেই শ্রীরামকে ক্রিসমাস ও নিউ ইয়ারের শুভেচ্ছা জানান।

( Bizarre: ‘ভারত-পাকিস্তানের মাঝে কোন সীমা আছে’, স্কুলের প্রশ্নের উত্তরে লেখা হল সীমা হায়দরের নাম! হাসির রোল নেটপাড়ায়)

এদিকে, স্পেশ্যাল গিফ্টের বাক্স যখন স্কুল পড়ুয়া শ্রীরাম খোলে, তখন তার চোখ মুখ যেন আলোয় ভরপুর ছিল। চোখে মুখে আলাদা জ্যোতি বের হচ্ছিল। কার্যত অবিশ্বাসের নজরে সে ওই ল্যাপটপের বাক্স খুলতে থাকে। গোটা ঘটনার কথা জানায় শ্রীরাম। সে বলে, ‘ আমি বন্দে ভারত এক্সপ্রেসে কান্নুরে বেড়াতে যাচ্ছিলাম এবং কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরকে দেখে অবাক হয়ে গেলাম। তিনি আমাকে একটি ল্যাপটপ এবং কম্পিউটার প্রযুক্তি পার্কে ভ্রমণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমি খুব খুশি হয়েছিলাম তখনই।’  শ্রীরামকে একটি এসার ১৪ ল্যাপটপ দেওয়া হয়েছিল, ভিডিও থেকে স্পষ্ট। যাইহোক, ডিভাইস সম্পর্কে অতিরিক্ত সুনির্দিষ্ট অস্পষ্ট রয়ে গিয়েছে।