হতাশার অতীত ঝেড়ে অধরা মাধুরী ধরার মহাযজ্ঞে দ্রাবিড়ের দল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তীরে এসেই ডুবেছিল তরী! বিশ্বকাপ ফাইনালে (ICC CWC 2023 Final) উঠেও ট্রফি ছুঁয়ে দেখতে পারেনি টিম ইন্ডিয়া (Team India)। ঠিক চারদিন আগের ঘটনা। গত ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অধরাই থেকে যায় ‘বদলাপুর’। ফাইনালে ভারত হেরে যায় ছয় উইকেটে। বিশ্বসেরা হয় সেই অস্ট্রেলিয়া। প্রায় এক লক্ষ দর্শকের প্রবল শব্দব্রহ্ম মিলিয়ে গিয়েছিল হারের হাহাকারে! আর ঠিক ওইদিনই রোহিত শর্মাদের (Rohit Sharma) কোচ হিসেবে চুক্তি শেষ হয়ে যায় রাহুল দ্রাবিড় ও তাঁর সাপোর্ট স্টাফদের। ‘দ্য় ওয়াল’ এবং তাঁর টিমকেই দায়িত্বে বহাল রেখেছে বিসিসিআই। এবার দ্রাবিড়ের শিষ্যদের সামনে অগ্নিপরীক্ষা। অধরা মাধুরী ধরার অপেক্ষায় টিম ইন্ডিয়া। মিশন একটাই দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জেতা। যা অতীতে কখনই পারেনি টিম ইন্ডিয়া।

আরও পড়ুন: Suryakumar Yadav: ১০ দিন আগেও করেছেন ১০০, এখন ক্রাচই তাঁর সঙ্গী! কী হল বিশ্বের এক নম্বরের?

আগামী ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট কেপ টাউনে। রবিবার দ্রাবিড় সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানে সাফ বলে দিলেন যে, বিশ্বকাপের ব্য়র্থতা ভুলে দল এখন এগিয়ে গিয়েছে। বিশ্বকাপের স্মৃতিচারণা করে রোহিত শর্মাদের হেড কোচ বলেন, ‘অতীতেও এমনটা হয়েছে। হ্য়াঁ এটা হতাশাজনক, কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। এখন আমাদের সামনে অন্য় কিছু রয়েছে। এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্লেয়াররা বরাবরই ভালো। আমরা এগিয়ে যেতে বাধ্য় হয়েছি। আমরা একদম ছোট থেকেই শিখে যাই যে, কীভাবে এর লড়াই করতে হয়। যতবার আপনি আউট হবেন, ততবার হতাশ হবেন। কিন্তু আপনাকে পরের ইনিংসে পারফর্ম করতে হবে। অতীতের হতাশাকে নিজের সঙ্গে রেখে দিলে পরের ম্য়াচে তার প্রভাব পড়ে। জানি ছেলেরা হতাশ। আমরা সবাই হতাশ হয়েছিলাম। কিন্তু এখন এগিয়ে গিয়েছি। সামনের দিকেই আমাদের ফোকাস।’

দ্রাবিড় এদিন আবারও বুঝিয়ে দিলেন যে, ভারতের হয়ে খেলাটাই মোটিভেশন। কাউকে আলাদা করে মোটিভেট করতে হয় না। কিংবদন্তি ভারতীয় এই প্রসঙ্গে বলেন, ‘দেখুন আমার মনে হয় না, ভারতের হয়ে খেলার জন্য় কাউকে মোটিভেট করতে হবে। আমাদের কোনও প্লেয়ারের মোটিভেশনের অভাব আছে বলে মনে করি না। দক্ষিণ আফ্রিকায় তারা নিজেদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে এসেছে। খুব ভালো টেস্ট ক্রিকেট খেলার সুযোগ রয়েছে। কাউকে মোটিভেট করতে হবে না। নিজেদের অনুশীলন নিশ্চিত করতে হবে। সঠিক প্রক্রিয়ার মধ্য়ে দিয়ে যেতে হবে। সেটা শারীরিক, মানসিক ও ট্য়াকটিক্য়াল। কোচ হিসেবে এটাই আমার কাজ। খেলোয়াড়দের সফল হওয়ার জন্য় সেরা সুযোগ তৈরি করে দেওয়া। এই দলের সকলেই ভীষণ মোটিভেটেড।’ ২০২১-২২ মরসুমে এই দক্ষিণ আফ্রিকার মাটিতেই ছিল দ্রাবিড়ের প্রথম বিদেশের মাঠে অ্যাসাইনমেন্ট। ভারত প্রথম টেস্ট জিতেও, সিরিজ হেরেছিল ১-২ ব্য়বধানে।

আরও পড়ুন: Virat Kohli: বিরাটের আচমকা পাড়ি! ফিরলেন সিংহের দেশে, কেন ছুটেছিলেন লন্ডনে?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)