Bangla Jokes Collection: দিনের সেরা ৫ জোকস পড়ে মুড ভালো করে নিন

১। শিক্ষিকা ছাত্রীকে বললেন খাতায় ৫৫ লেখো। 

ছাত্রী – কীভাবে লিখব ম্যাডাম। 

শিক্ষিকা – প্রথমে ৫ লেখো। তারপর আরেকটা ৫ লিখবে।

ছাত্রী প্রথমে একটা ৫ লিখল। কিন্তু পরেরটা লেখার আগে থেমে গেল। 

তাই দেখে শিক্ষিকা জিজ্ঞেস করলেন, থামলে কেন?

ছাত্রী – ম্যাম, পরের ৫ টা বাম পাশে লিখব না ডান পাশে?

(আরও পড়ুন: Bangla Jokes collection: সোমবার সকাল মানে কি শুধু কাজের চাপ? প্রাণভরে হাসুনও আজ! পড়ুন দিনের সেরা ৫ জোকস)

২। শিক্ষক ছাত্রকে- বলো, ম্যাপে কলকাতার অবস্থান কোথায়? 

ছাত্র – স্যর, খাটের নিচে।

শিক্ষক –  মানে, এ আবার কেমন উত্তর?

ছাত্র – স্যর, বাড়ির মালিক যখন ভাড়া চাইতে আসেন তখন বাবা খাটের নিচে ঢুকে যায়। মা মালিককে বলেন, ওর বাবা কলকাতায় গিয়েছে। 

(আরও পড়ুন: Bangla Jokes collection: সপ্তাহ প্রায় শেষের মুখে! আজ মন থাকুক একদম ফুরফুরে, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)

৩। গভীর রাতে, বাজারের কাছে একটা রকে বসে ছয়জন জুয়া খেলছে।  হঠাৎ ঝড়ের বেগে পুলিশের গাড়ি এসে হাজির। তিনজনের ফোর্স সবকটা জুয়াড়িকে ধরে ফেলল । হঠাৎ এক জুয়াড়ি হুড়মুড় করে পুলিশের গাড়িতে উঠে বসে পড়ল। পুলিশ অবাক। জুয়াড়ি অফিসারের ভ্যাবাচাকা মুখ দেখে বলল, আগেও একবার ধরা পড়েছিলাম স্যর। সেবার বসার জায়গা পাইনি। তাই আগে আগেই…(আরও পড়ুন: Bangla Jokes collection: একে মেঘলা, তায় ঠান্ডা! তার মধ্যে মেজাজ থাকুক সুপার কুল, পড়ুন দিনের সেরা ৫ জোকস)

৪। রাত  এগারোটা। জেলের ভিতর দুই ডাকাতের গল্প করছে। একজন ব্যাঙ্ক ডাকাতি করেছে। 

প্রথম ডাকাতের প্রশ্ন, তোকে পুলিশ ধরল কোথায়? 

দ্বিতীয় জন – ব্যাঙ্কেই।

প্রথম জন –  কেন, পালাসনি নাকি, ব্যাঙ্কের ভিতর কী করে ধরে?

দ্বিতীয় জন – ব্যাঙ্ক লুটের পর টাকা গুনে নিচ্ছিলাম । তখনই ধরে নিল। 

প্রথম জন –  ওখানে টাকা গোনার কী দরকার ছিল? 

দ্বিতীয় জন – ওখানেই তো লেখা ছিল কাউন্টার থেকে বের হওয়ার আগে টাকা গুনে নিন, পরে ব্যাঙ্ক দায়ী থাকবে না!

(আরও পড়ুন: Bangla Jokes collection: রবিবার মানে একটা কমপ্লিট মজার দিন! পড়ুন দিনের সেরা ৫ জোকস, আর দিনটি হোক আরও মজার)

৫। পার্কে বসে প্রেম করছে যুগল। কথায় কথায় প্রেমিকা বলে উঠল, জানো তো, মাকে তোমার কথা বললাম। মায়ের তোমাকে খুব পছন্দ হয়েছে।

প্রেমিক হেসেই অস্থির।

প্রেমিকা – কী হল হাসলে কেন? 

প্রেমিক – আরে পাগলি মেয়ে। আমি তো তোমাকেই বিয়ে করব, মাকে বলো আমাকে ভুলে যেতে!